ETV Bharat / sitara

শ্রীদেবীর পরেই নাকি তিনি, গর্ব আর ধরছে না কঙ্গনার ! - কঙ্গনা রানাওয়াতের খবর

শ্রীদেবীর পর যে অভিনেত্রী সফলভাবে কমেডি করতে পেরেছেন, তিনি হলেন কঙ্গনা রানাওয়াত । কঙ্গনা নিজেই একথা লিখলেন সোশাল মিডিয়ায় । তাঁর অহংকার দেখে অবাক নেটিজেনরা ।

Kangana Ranaut compare with sridevi
Kangana Ranaut compare with sridevi
author img

By

Published : Feb 25, 2021, 5:08 PM IST

মুম্বই : 'জব উই মেট' ছবিতে করিনার বলা একটি সংলাপ সবার মনে গেঁথে রয়েছে । 'ম্যাঁ আপনি ফেভরিট হুঁ', অর্থাৎ আমি নিজের সবচেয়ে প্রিয় । এই সংলাপ যদি বাস্তব জীবনে কারও উপর কার্যকরী হয়, তাহলে সেটা হলেন কঙ্গনা রানাওয়াত ।

এতদিন ধরে কঙ্গনা নিজেকে ভারতের প্রথম অ্যাকশন হিরোইনের তকমা দিয়েছিলেন । এবার তাঁর সুর আরও একটু চড়ল । শ্রীদেবীর পর যদি কেউ সফলভাবে কমেডি করতে পারেন, তাহলে সেটা তিনিই....লিখলেন কঙ্গনা ।

'তনু ওয়েডস মনু' ছবির দশ বছরের জন্মদিনে সবাই নিজের নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন । পরিচালক আনন্দ এল.রাই হোক বা অভিনেত্রী স্বরা ভাস্কর প্রত্যেকেই আবেগতাড়িত এই ছবিটি নিয়ে । তবে কঙ্গনার কাছে 'তনু ওয়েডস মনু' শুধুমাত্র তাঁর একার সাফল্য ।

কঙ্গনা লিখেছেন, 'কুইন আর দত্তো-র মাধ্যমে আমি নিজের কমিক টাইমিংকে আরও উন্নত করেছি । আর শ্রীদেবীর পর আমিই একমাত্র অভিনেত্রী যে পরদায় কমেডি করেছি ।' অভিনেত্রীর অহংকার ভাবাচ্ছে নেটিজেনদের ।

দেখে নিন...

  • I was stuck in edgy/neurotic roles, this film changed the trajectory of my career, was my entry in to mainstream that too with comedy, with Queen and Datto I strengthened my comic timing and became the only actress after legendary SriDevi ji to do comedy #10yearsoftanuwedsmanu https://t.co/WMXgPdi781

    — Kangana Ranaut (@KanganaTeam) February 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : 'জব উই মেট' ছবিতে করিনার বলা একটি সংলাপ সবার মনে গেঁথে রয়েছে । 'ম্যাঁ আপনি ফেভরিট হুঁ', অর্থাৎ আমি নিজের সবচেয়ে প্রিয় । এই সংলাপ যদি বাস্তব জীবনে কারও উপর কার্যকরী হয়, তাহলে সেটা হলেন কঙ্গনা রানাওয়াত ।

এতদিন ধরে কঙ্গনা নিজেকে ভারতের প্রথম অ্যাকশন হিরোইনের তকমা দিয়েছিলেন । এবার তাঁর সুর আরও একটু চড়ল । শ্রীদেবীর পর যদি কেউ সফলভাবে কমেডি করতে পারেন, তাহলে সেটা তিনিই....লিখলেন কঙ্গনা ।

'তনু ওয়েডস মনু' ছবির দশ বছরের জন্মদিনে সবাই নিজের নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন । পরিচালক আনন্দ এল.রাই হোক বা অভিনেত্রী স্বরা ভাস্কর প্রত্যেকেই আবেগতাড়িত এই ছবিটি নিয়ে । তবে কঙ্গনার কাছে 'তনু ওয়েডস মনু' শুধুমাত্র তাঁর একার সাফল্য ।

কঙ্গনা লিখেছেন, 'কুইন আর দত্তো-র মাধ্যমে আমি নিজের কমিক টাইমিংকে আরও উন্নত করেছি । আর শ্রীদেবীর পর আমিই একমাত্র অভিনেত্রী যে পরদায় কমেডি করেছি ।' অভিনেত্রীর অহংকার ভাবাচ্ছে নেটিজেনদের ।

দেখে নিন...

  • I was stuck in edgy/neurotic roles, this film changed the trajectory of my career, was my entry in to mainstream that too with comedy, with Queen and Datto I strengthened my comic timing and became the only actress after legendary SriDevi ji to do comedy #10yearsoftanuwedsmanu https://t.co/WMXgPdi781

    — Kangana Ranaut (@KanganaTeam) February 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.