ETV Bharat / sitara

এবার কপিরাইট ইশুতে জড়ালেন কঙ্গনা - undefined

এবার কপিরাইট ইশুতে জড়ালেন কঙ্গনা রানাওয়াত । 'মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা' ছবিটি ঘোষণা করার 24 ঘণ্টার মধ্যেই তাঁর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনলেন 'দিদ্দা – কাশ্মীর কি যোদ্ধা রানি'-র লেখক অশিস কৌল ।

kangana ranaut legal issue
kangana ranaut legal issue
author img

By

Published : Jan 16, 2021, 8:10 PM IST

অপ্রতিরোধ্য
অপ্রতিরোধ্য মণিকর্ণিকা

মুম্বই : গতকালই নতুন ছবির ঘোষণা করেছে কঙ্গনা রানাওয়াত । 'মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা' নামে সেই ছবি নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই । তবে চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই বিপত্তি ।

ছবিটি যেই বই অবলম্বনে তৈরি হচ্ছে সেই 'দিদ্দা – কাশ্মীর কি যোদ্ধা রানি'-র লেখক অশিস কৌল কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনলেন কঙ্গনার বিরুদ্ধে ।

তিনি বলেন, "কঙ্গনা বলতেই পারেন যে দিদ্দা একজন ঐতিহাসিক চরিত্র । তাঁকে নিয়ে যে কেউ কাজ করতে পারেন । সবই ঠিক আছে । তবে কলহনের দু'টি পাতা বাদে আমি ছাড়া আর কোনও ইতিহাসবিদ তাঁকে নিয়ে লেখেননি । ছ'বছরের বেশি সময় ধরে গবেষণা করে এই মানুষটি সম্মন্ধে তথ্য সংগ্রহ করেছি আমি । এখন তো পুরো বইটা অভিনেত্রী দখল করে রেখেছেন ।"

কঙ্গনার মতো "সচেতন, জ্ঞানী, নিজেকে জাতীয়তাবাদী বলে দাবি করা" মানুষ এমন কাজ করতে পারেন বলে বিশ্বাস করতে পারছেন না আশিস ।

কঙ্গনা নিজে 'মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা' ছবিটির অন্যতম প্রযোজকও বটে । তবে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি ।

অপ্রতিরোধ্য
অপ্রতিরোধ্য মণিকর্ণিকা

মুম্বই : গতকালই নতুন ছবির ঘোষণা করেছে কঙ্গনা রানাওয়াত । 'মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা' নামে সেই ছবি নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই । তবে চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই বিপত্তি ।

ছবিটি যেই বই অবলম্বনে তৈরি হচ্ছে সেই 'দিদ্দা – কাশ্মীর কি যোদ্ধা রানি'-র লেখক অশিস কৌল কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনলেন কঙ্গনার বিরুদ্ধে ।

তিনি বলেন, "কঙ্গনা বলতেই পারেন যে দিদ্দা একজন ঐতিহাসিক চরিত্র । তাঁকে নিয়ে যে কেউ কাজ করতে পারেন । সবই ঠিক আছে । তবে কলহনের দু'টি পাতা বাদে আমি ছাড়া আর কোনও ইতিহাসবিদ তাঁকে নিয়ে লেখেননি । ছ'বছরের বেশি সময় ধরে গবেষণা করে এই মানুষটি সম্মন্ধে তথ্য সংগ্রহ করেছি আমি । এখন তো পুরো বইটা অভিনেত্রী দখল করে রেখেছেন ।"

কঙ্গনার মতো "সচেতন, জ্ঞানী, নিজেকে জাতীয়তাবাদী বলে দাবি করা" মানুষ এমন কাজ করতে পারেন বলে বিশ্বাস করতে পারছেন না আশিস ।

কঙ্গনা নিজে 'মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা' ছবিটির অন্যতম প্রযোজকও বটে । তবে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.