ETV Bharat / sitara

পাহাড়ের কোলে তাসের আড্ডায় কঙ্গনা

গাছের ছায়ায় বসে পরিবারের সঙ্গে তাস খেললেন কঙ্গনা । রবিবার দিনটা এভাবেই কাটালেন তিনি । আর সেই ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে ।

Breaking News
author img

By

Published : Apr 13, 2020, 12:07 PM IST

মানালি : দূরে বরফের চাদরে ঢাকা পাহাড় । আর শীতের আমেজ গায়ে মেখে গাছের ছায়ায় পরিবারের সবার সঙ্গে বসে তাসের আড্ডায় মেতে উঠলেন কঙ্গনা । মানালিতে পাহাড়ের কোলে এভাবেই কেটে যাচ্ছে কঙ্গনার দিনগুলি ।

লকডাউনের জেরে বন্ধ শুটিং । তাই কাজ না থাকায় আপাতত মানালিতে নিজের বাড়িতে রয়েছেন কঙ্গনা । পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি । রবিবার দিন সকালে পরিবারের সঙ্গে গাছের ছায়ায় বসে তাস খেলতে দেখা গেল তাঁকে । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "লকডাউন = পরিবার + সূর্য + নতুন খেলা ।" লকডাউনের মধ্যে ফ্যানরা কী কী খেলছেন তাও জানতে চান তিনি ।

বলিউডে শুটিং বন্ধ হওয়ার পরও এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা মানালিতে চলে যান কঙ্গনা । সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে । জন্মদিনও পরিবারের সঙ্গেই কাটান তিনি । আর সেই সব মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন অভিনেত্রী ।

কোনও ছবিতে ঘাসের উপর গালিচা পেতে মায়ের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে কঙ্গনাকে । আর তাঁর মাথায় তেল মাখিয়ে দিচ্ছেন তাঁর মা ।

আবার কোনও ভিডিয়োতে পরিবারের খুদে সদস্যদের সঙ্গে খেলার ছলে ওয়ার্ক আউট করে নিচ্ছেন তিনি ।

আবার কখনও রোদের মধ্যে বসে বই পড়তেও দেখা গিয়েছে তাঁকে । এভাবেই কেটে যাচ্ছে কঙ্গনার লকডাউনের দিনগুলি ।

তবে বাড়িতে বসেও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন কঙ্গনা । অযোধ্যাকে নিয়ে পরবর্তী ছবিটি করবেন তিনি । তার স্ক্রিপ্টও ইতিমধ্যেই লেখা শুরু করেছেন । আর সিনেমার জন্য বাড়িতে 'রামায়ণ' দেখছেন বলেও জানিয়েছেন তিনি ।

শেষবার 'পাঙ্গা' ছবিতে দেখা গিয়েছিল কঙ্গনাকে । বক্স অফিসে ভালোই সাফল্য পায় ছবিটি । এছাড়া জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-তে দেখা যাবে তাঁকে ।

মানালি : দূরে বরফের চাদরে ঢাকা পাহাড় । আর শীতের আমেজ গায়ে মেখে গাছের ছায়ায় পরিবারের সবার সঙ্গে বসে তাসের আড্ডায় মেতে উঠলেন কঙ্গনা । মানালিতে পাহাড়ের কোলে এভাবেই কেটে যাচ্ছে কঙ্গনার দিনগুলি ।

লকডাউনের জেরে বন্ধ শুটিং । তাই কাজ না থাকায় আপাতত মানালিতে নিজের বাড়িতে রয়েছেন কঙ্গনা । পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি । রবিবার দিন সকালে পরিবারের সঙ্গে গাছের ছায়ায় বসে তাস খেলতে দেখা গেল তাঁকে । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "লকডাউন = পরিবার + সূর্য + নতুন খেলা ।" লকডাউনের মধ্যে ফ্যানরা কী কী খেলছেন তাও জানতে চান তিনি ।

বলিউডে শুটিং বন্ধ হওয়ার পরও এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা মানালিতে চলে যান কঙ্গনা । সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে । জন্মদিনও পরিবারের সঙ্গেই কাটান তিনি । আর সেই সব মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন অভিনেত্রী ।

কোনও ছবিতে ঘাসের উপর গালিচা পেতে মায়ের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে কঙ্গনাকে । আর তাঁর মাথায় তেল মাখিয়ে দিচ্ছেন তাঁর মা ।

আবার কোনও ভিডিয়োতে পরিবারের খুদে সদস্যদের সঙ্গে খেলার ছলে ওয়ার্ক আউট করে নিচ্ছেন তিনি ।

আবার কখনও রোদের মধ্যে বসে বই পড়তেও দেখা গিয়েছে তাঁকে । এভাবেই কেটে যাচ্ছে কঙ্গনার লকডাউনের দিনগুলি ।

তবে বাড়িতে বসেও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন কঙ্গনা । অযোধ্যাকে নিয়ে পরবর্তী ছবিটি করবেন তিনি । তার স্ক্রিপ্টও ইতিমধ্যেই লেখা শুরু করেছেন । আর সিনেমার জন্য বাড়িতে 'রামায়ণ' দেখছেন বলেও জানিয়েছেন তিনি ।

শেষবার 'পাঙ্গা' ছবিতে দেখা গিয়েছিল কঙ্গনাকে । বক্স অফিসে ভালোই সাফল্য পায় ছবিটি । এছাড়া জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-তে দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.