ETV Bharat / sitara

'থালাইভি'-র জন্য 20 কিলো ওজন বাড়ান কঙ্গনা - Kangana gained 20 kgs

'থালাইভি'-র জন্য 20 কিলো ওজন বাড়াতে হয় কঙ্গনাকে । সম্প্রতি কঙ্গনার দুটি ছবি শেয়ার করে একথা জানান তাঁর দিদি রঙ্গোলি চান্দেল ।

্িু
্িু
author img

By

Published : Mar 5, 2020, 12:00 AM IST

মুম্বই : 'থালাইভি' ছবিতে কঙ্গনা রানাওয়াতের ফার্স্টলুক প্রকাশ্যে আসার পরই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে । অনেকেরই তাঁর লুক পছন্দ হয়নি । তবে ওই লুক তৈরি করতে অনেক কসরত করেন তিনি । ছবির জন্য 20 কেজি ওজনও বাড়াতে হয় তাঁকে । একথা সম্প্রতি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রীর দিদি রঙ্গোলি চান্দেল ।

টুইটারে বেশ কিছু ছবি শেয়ার করেন রঙ্গোলি । সেখানে দুটি ছবিতে স্লিম অ্যান্ড ট্রিম লুকে শরীরে দেখা গেছে কঙ্গনাকে । আর অন্য ছবিতে জয়ললিতার চরিত্রে দেখা গেছে তাঁকে । যেখানে অন্য দুটি ছবির থেকে তাঁর শরীর অনেক বেশি স্থূল । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "কঙ্গনাকে 'থালাইভি'-র জন্য 20 কেজি ওজন বাড়াতে হয়েছে । এখন সে এই ওজন কমাতে পারে কি না সেটাই দেখার ।"

জয়ললিতার সঙ্গে ছবিতে কঙ্গনার লুকের ভালোই মিল রয়েছে । আর সেই লুক আনতে অনেক কসরত করেছেন কঙ্গনা । ওজন বাড়ানোর জন্য হরমোনের ওষুধও খান তিনি । মূলত পেট ও উরুর মেদ বাড়াতে তাঁকে ওষুধ খেতে হয় । আর সেটা এক সাক্ষাৎকারে জানান অভিনেত্রী ।

সব ঠিক থাকলে 26 জুম মুক্তি পাবে 'থালাইভি'। এই ছবি ছাড়াও 'তেজাস' ও 'ধকড়'-এর মতো ছবি রয়েছে কঙ্গনার ঝুলিতে । তবে জয়ললিতার চরিত্র তিনি স্ক্রিনে কতটা ফুটিয়ে তুলতে পারেন এখন সেটাই দেখার ।

মুম্বই : 'থালাইভি' ছবিতে কঙ্গনা রানাওয়াতের ফার্স্টলুক প্রকাশ্যে আসার পরই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে । অনেকেরই তাঁর লুক পছন্দ হয়নি । তবে ওই লুক তৈরি করতে অনেক কসরত করেন তিনি । ছবির জন্য 20 কেজি ওজনও বাড়াতে হয় তাঁকে । একথা সম্প্রতি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রীর দিদি রঙ্গোলি চান্দেল ।

টুইটারে বেশ কিছু ছবি শেয়ার করেন রঙ্গোলি । সেখানে দুটি ছবিতে স্লিম অ্যান্ড ট্রিম লুকে শরীরে দেখা গেছে কঙ্গনাকে । আর অন্য ছবিতে জয়ললিতার চরিত্রে দেখা গেছে তাঁকে । যেখানে অন্য দুটি ছবির থেকে তাঁর শরীর অনেক বেশি স্থূল । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "কঙ্গনাকে 'থালাইভি'-র জন্য 20 কেজি ওজন বাড়াতে হয়েছে । এখন সে এই ওজন কমাতে পারে কি না সেটাই দেখার ।"

জয়ললিতার সঙ্গে ছবিতে কঙ্গনার লুকের ভালোই মিল রয়েছে । আর সেই লুক আনতে অনেক কসরত করেছেন কঙ্গনা । ওজন বাড়ানোর জন্য হরমোনের ওষুধও খান তিনি । মূলত পেট ও উরুর মেদ বাড়াতে তাঁকে ওষুধ খেতে হয় । আর সেটা এক সাক্ষাৎকারে জানান অভিনেত্রী ।

সব ঠিক থাকলে 26 জুম মুক্তি পাবে 'থালাইভি'। এই ছবি ছাড়াও 'তেজাস' ও 'ধকড়'-এর মতো ছবি রয়েছে কঙ্গনার ঝুলিতে । তবে জয়ললিতার চরিত্র তিনি স্ক্রিনে কতটা ফুটিয়ে তুলতে পারেন এখন সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.