ETV Bharat / sitara

উদ্ধব ঠাকরের অবমাননা ? একাধিক মামলা দায়ের কঙ্গনার বিরুদ্ধে - কঙ্গনা রানাওয়াতের খবর

সম্প্রতি একটি ভিডিয়োতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে 'তুই' বলে সম্বোধন করেন কঙ্গনা রানাওয়াত, সঙ্গে আরও অনেক কড়া কথা শোনান । আর এই কারণেই বিপাকে অভিনেত্রী । তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হল বিক্রোলি পুলিশ স্টেশনে ।

case filed against kangana ranaut
case filed against kangana ranaut
author img

By

Published : Sep 10, 2020, 6:54 PM IST

মুম্বই : ভারতীয় মিডিয়ার সমস্ত নজর কেড়ে নিয়েছেন কঙ্গনা রানাওয়াত । বিশেষ করে BMC তাঁর অফিস ভাঙার পর তিনি একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন । তাঁর শেয়ার করা শেষ ভিডিয়োতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে 'তুই' বলে সম্বোধন করেছেন কঙ্গনা, কড়া কথা শুনিয়েছেন বেশ কিছু । এই অবস্থায় কি চুপ থাকবে ঠাকরে বাহিনী ?

একেবারেই না । বিক্রোলি পুলিশ স্টেশনে একাধিক মামলা দায়ের হল কঙ্গনার বিরুদ্ধে । সেগুলির মধ্য একটি মামলার অভিযোগ যে, কঙ্গনার শেয়ার করা ভিডিয়োয় অবমাননা করা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর । আর একটি মামলায় আবার উদ্ধব ঠাকরের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তোলা হয়েছে কঙ্গনার বিরুদ্ধে ।

case filed against kangana ranaut
ফাইল চিত্র

কঙ্গনা তাঁর ভিডিয়ো বার্তায় বলেন, "উদ্ধব ঠাকরে তুই কী মনে করিস যে ফিল্ম মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে আমার অফিস ভেঙে তুই আমার উপর প্রতিশোধ নিয়েছিস ?"

এর পাশাপাশি কাশ্মীরি পণ্ডিতদের প্রসঙ্গও টেনে আনেন কঙ্গনা । তিনি বলেন, "কাশ্মীরি পণ্ডিতদের উপর দিয়ে কী ধরনের ঝড় বয়ে গিয়েছে, তা আমি শুনেছিলাম । আর এবার তা অনুভব করলাম । কথা দিচ্ছি যে শুধু অযোধ্যার উপরই নয়, কাশ্মীরের উপরও একটি ছবি তৈরি করব ।"

একবার শুনে নিন কঙ্গনার বক্তব্য..

মুম্বই : ভারতীয় মিডিয়ার সমস্ত নজর কেড়ে নিয়েছেন কঙ্গনা রানাওয়াত । বিশেষ করে BMC তাঁর অফিস ভাঙার পর তিনি একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন । তাঁর শেয়ার করা শেষ ভিডিয়োতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে 'তুই' বলে সম্বোধন করেছেন কঙ্গনা, কড়া কথা শুনিয়েছেন বেশ কিছু । এই অবস্থায় কি চুপ থাকবে ঠাকরে বাহিনী ?

একেবারেই না । বিক্রোলি পুলিশ স্টেশনে একাধিক মামলা দায়ের হল কঙ্গনার বিরুদ্ধে । সেগুলির মধ্য একটি মামলার অভিযোগ যে, কঙ্গনার শেয়ার করা ভিডিয়োয় অবমাননা করা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর । আর একটি মামলায় আবার উদ্ধব ঠাকরের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তোলা হয়েছে কঙ্গনার বিরুদ্ধে ।

case filed against kangana ranaut
ফাইল চিত্র

কঙ্গনা তাঁর ভিডিয়ো বার্তায় বলেন, "উদ্ধব ঠাকরে তুই কী মনে করিস যে ফিল্ম মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে আমার অফিস ভেঙে তুই আমার উপর প্রতিশোধ নিয়েছিস ?"

এর পাশাপাশি কাশ্মীরি পণ্ডিতদের প্রসঙ্গও টেনে আনেন কঙ্গনা । তিনি বলেন, "কাশ্মীরি পণ্ডিতদের উপর দিয়ে কী ধরনের ঝড় বয়ে গিয়েছে, তা আমি শুনেছিলাম । আর এবার তা অনুভব করলাম । কথা দিচ্ছি যে শুধু অযোধ্যার উপরই নয়, কাশ্মীরের উপরও একটি ছবি তৈরি করব ।"

একবার শুনে নিন কঙ্গনার বক্তব্য..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.