মুম্বই : সম্প্রতি সোনম কাপুর নিজের টুইটারে গান্ধিজীর সেই বিখ্যাত উক্তিটি লেখেন, "An eye for an eye makes the whole world blind" । কঙ্গনার অফিস ভাঙার পরেই সোনম এই মন্তব্য করেন । তিনি এটাই বোঝাতে চান যে, হিংসা ছড়ালে হিংসার শিকার হতে হয়, যেটা হতে হয়েছে কঙ্গনাকে । সোনমের এই মন্তব্যের পর কঙ্গনা কি চুপ থাকবেন ?
এক সংবাদমাধ্যমে সোনমের বক্তব্যটি নিয়ে একটি খবর করা হয়েছে । খবরটি নিজের পেজে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "হঠাৎ করে মাফিয়া দলের লোকজন রিয়াজী-র জন্য ন্যায়ের দাবি করতে শুরু করেছেন । আমার বাড়ি ভাঙার মাধ্যমে চলছে তাদের লড়াই । আমার লড়াই কিন্তু মানুষের জন্য ।"
এরপর অভিনেত্রী লিখেছেন, "আমার লড়াইটাকে এমন কারও সঙ্গে তুলনা করবেন না, যে এই ইন্ডাস্ট্রিতে অল্প সময়ের জন্য এসেছে এবং নিজে একজন মাদকাসক্ত । একজন অসহায়, ভেঙে পড়া সুপারস্টারকে শোষণ করে যে নিজের জীবন অতিবাহিত করছিল । এটা বন্ধ হোক ।"
দেখে নিন কঙ্গনার টুইট...
-
All of sudden mafia bimbos have started to seek justice for Rhea ji through my house tragedy, my fight is for people don’t compare my struggles to a small time druggie who was living off a vulnerable and broken, self made super star, stop this right away. https://t.co/OV9ukO04jC
— Kangana Ranaut (@KanganaTeam) September 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All of sudden mafia bimbos have started to seek justice for Rhea ji through my house tragedy, my fight is for people don’t compare my struggles to a small time druggie who was living off a vulnerable and broken, self made super star, stop this right away. https://t.co/OV9ukO04jC
— Kangana Ranaut (@KanganaTeam) September 10, 2020All of sudden mafia bimbos have started to seek justice for Rhea ji through my house tragedy, my fight is for people don’t compare my struggles to a small time druggie who was living off a vulnerable and broken, self made super star, stop this right away. https://t.co/OV9ukO04jC
— Kangana Ranaut (@KanganaTeam) September 10, 2020
এদিকে বিক্রোলি পুলিশ স্টেশনে একাধিক মামলা দায়ের হয়েছে কঙ্গনার বিরুদ্ধে । সেগুলির মধ্য একটি মামলার অভিযোগ যে, কঙ্গনার শেয়ার করা শেষ ভিডিয়োয় অবমাননা করা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের । আর একটি মামলায় আবার উদ্ধব ঠাকরের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তোলা হয়েছে কঙ্গনার বিরুদ্ধে ।