মুম্বই : জাঁমজমক করে বিয়ে সেরেই হানিমুনে পাড়ি দিয়েছেন অভিনেত্রী কাজল আগারওয়াল ও গৌতম কিচুলু । এই খবর প্রায় সবাই জেনে গেছেন এখন । তবে কাজলের সাম্প্রতিক শেয়ার করা ছবিতে দেখা গেল এক মনোরম দৃশ্য ।
জলের তলায় হানিমুন সেলিব্রেট করছেন কাজল আর গৌতম । বিয়ের পরের প্রথম ট্রিপটিকে যতরকম ভাবে বিশেষ করে সাজিয়ে তোলা যায়, সেই চেষ্টাই করছেন তাঁরা । কাচে ঘেরা ঘরের চারপাশ দিয়ে রাশি রাশি মাছ ঘুরে বেড়াচ্ছে । আর তারই মধ্যে বিছানায় বসে অভিনেত্রী ও তাঁর স্বামী ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অন্য ছবিতে আবার কাজল মুগ্ধ হয়ে দেখছেন মাছেদের । সে এক অন্য জগত যেন । ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "মাছগুলো আমায় দেখছে না আমি মাছগুলোকে ?"
কাজলের হানিমুনের এই ঝলক দেখে মুগ্ধ নেটিজেনরা । অভিনেত্রীর হানিমুন যেন এক স্বপ্নের মতো । আপনারাও দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">