ETV Bharat / sitara

সামনে এল কবীর সিংয়ের টিজ়ার

author img

By

Published : Apr 8, 2019, 7:53 PM IST

অর্জুন রেড্ডিতে মুখ্য চরিত্রে ছিলেন বিজয় দেবেরাকোন্ডা। সেই জায়গায় শাহিদ নাকি একেবারে মানান সই। এ কথা সোশাল মিডিয়ায় শাহিদ ফ্যানরা বলছেন।

কবীর সিং

মুম্বই : সামনে এল তেলুগু ছবি 'অর্জুন রেড্ডি'-র রিমেক 'কবীর সিং'-এর টিজ়ার। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত রিমেকটিতে শাহিদ কাপুর ও কিয়ারা আডবানিকে দেখা যাবে মুখ্য চরিত্রে।

কবীর সিং। ডাক্তারি পড়ুয়া। রগচটা একটা মানুষ। মদ ছাড়া দিন কাটে না। আপাতত ১ মিনিটের টিজ়ারে এই ক'টি দৃশ্যই ধরা পড়েছে। কোথাও অ্যাকশন তো কোথাও নেশায় বুদ থাকতে দেখা যাচ্ছে কবীরকে। তার প্রেমিকা, অর্থাৎ কিয়ারা আডবানির একটাই ঝলক পাওয়া গেছে টিজ়ারে।

দক্ষিণের অর্জুন রেড্ডির সঙ্গে এই ছবির মিল রয়েছে অনেকটাই। এককথায় রিমেক মানে তো তাই বোঝায়। তাই টিজ়ার দেখে অনেকেই বলছেন, চিত্রনাট্যে বদল সেভাবে চোখে পড়েনি। অবশ্য সেটা সময় বলবে।

অর্জুন রেড্ডিতে মুখ্য চরিত্রে ছিলেন বিজয় দেবেরাকোন্ডা। সেই জায়গায় শাহিদ নাকি একেবারে মানান সই। এ কথা সোশাল মিডিয়ায় শাহিদ ফ্যানরা বলছেন। যদি কেউ তেলুগু এই ছবি দেখে থাকেন, তাহলে এবার বলিউড স্টাইলে শাহিদের জলবাটাও দেখে নিতে পারেন একবার। আগামী ২১ জুন মুক্তি পাবে ছবিটি। এর মাঝে সামনে আসবে ছবির গান ও ট্রেলার। তাতে নতুন চমক থাকবে বলে জানাচ্ছেন নির্মাতারা।

মুম্বই : সামনে এল তেলুগু ছবি 'অর্জুন রেড্ডি'-র রিমেক 'কবীর সিং'-এর টিজ়ার। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত রিমেকটিতে শাহিদ কাপুর ও কিয়ারা আডবানিকে দেখা যাবে মুখ্য চরিত্রে।

কবীর সিং। ডাক্তারি পড়ুয়া। রগচটা একটা মানুষ। মদ ছাড়া দিন কাটে না। আপাতত ১ মিনিটের টিজ়ারে এই ক'টি দৃশ্যই ধরা পড়েছে। কোথাও অ্যাকশন তো কোথাও নেশায় বুদ থাকতে দেখা যাচ্ছে কবীরকে। তার প্রেমিকা, অর্থাৎ কিয়ারা আডবানির একটাই ঝলক পাওয়া গেছে টিজ়ারে।

দক্ষিণের অর্জুন রেড্ডির সঙ্গে এই ছবির মিল রয়েছে অনেকটাই। এককথায় রিমেক মানে তো তাই বোঝায়। তাই টিজ়ার দেখে অনেকেই বলছেন, চিত্রনাট্যে বদল সেভাবে চোখে পড়েনি। অবশ্য সেটা সময় বলবে।

অর্জুন রেড্ডিতে মুখ্য চরিত্রে ছিলেন বিজয় দেবেরাকোন্ডা। সেই জায়গায় শাহিদ নাকি একেবারে মানান সই। এ কথা সোশাল মিডিয়ায় শাহিদ ফ্যানরা বলছেন। যদি কেউ তেলুগু এই ছবি দেখে থাকেন, তাহলে এবার বলিউড স্টাইলে শাহিদের জলবাটাও দেখে নিতে পারেন একবার। আগামী ২১ জুন মুক্তি পাবে ছবিটি। এর মাঝে সামনে আসবে ছবির গান ও ট্রেলার। তাতে নতুন চমক থাকবে বলে জানাচ্ছেন নির্মাতারা।

Intro:Body:

সামনে এল কবীর সিংয়ের টিজ়ার



মুম্বই : সামনে এল তেলুগু ছবি 'অর্জুন রেড্ডি'-র রিমেক 'কবীর সিং'-এর টিজ়ার। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত রিমেকটিতে শাহিদ কাপুর ও কিয়ারা আডবানিকে দেখা যাবে মুখ্য চরিত্রে।



কবীর সিং। ডাক্তারি পড়ুয়া। রগচটা একটা মানুষ। মদ ছাড়া দিন কাটে না। আপাতত ১ মিনিটের টিজ়ারে এই ক'টি দৃশ্যই ধরা পড়েছে। কোথাও অ্যাকশন তো কোথাও নেশায় বুদ থাকতে দেখা যাচ্ছে কবীরকে। তার প্রেমিকা, অর্থাৎ কিয়ারা আডবানির একটাই ঝলক পাওয়া গেছে টিজ়ারে।



দক্ষিণের অর্জুন রেড্ডির সঙ্গে এই ছবির মিল রয়েছে অনেকটাই। এককথায় রিমেক মানে তো তাই বোঝায়। তাই টিজ়ার দেখে অনেকেই বলছেন, চিত্রনাট্যে বদল সেভাবে চোখে পড়েনি। অবশ্য সেটা সময় বলবে।



অর্জুন রেড্ডিতে মুখ্য চরিত্রে ছিলেন বিজয় দেবেরাকোন্ডা। সেই জায়গায় শাহিদ নাকি একেবারে মানান সই। এ কথা সোশাল মিডিয়ায় শাহিদ ফ্যানরা বলছেন। যদি কেউ তেলুগু এই ছবি দেখে থাকেন, তাহলে এবার বলিউড স্টাইলে শাহিদের জলবাটাও দেখে নিতে পারেন একবার। আগামী ২১ জুন মুক্তি পাবে ছবিটি। এর মাঝে সামনে আসবে ছবির গান ও ট্রেলার। তাতে নতুন চমক থাকবে বলে জানাচ্ছেন নির্মাতারা।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.