মুম্বই : কয়েকদিন আগে কয়েকটি মিডিয়া হাউজ়ের মারফৎ একটি খবর সামনে আসে। শোনা যায় যে, RSS বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নেটফ্লিক্স ও অ্যামাজ়ন প্রাইমের মতো সংস্থার সঙ্গে মিটিং করেছে। মিটিংয়ের উদ্দেশ্য ছিল নাকি সেই সমস্ত প্ল্যাটফর্মে 'অ্যান্টি হিন্দু' কনটেন্ট দেখানোর প্রবণতা কমানো। যদি এই খবর সত্যি হয়, তাহলে পরিচালক কবীর সিংয়ের আশঙ্কা, কোনওদিন হয়তো তাঁকেও হিন্দু ধর্ম ঘেঁষা ছবি তৈরির জন্য জোর করা হবে।
সেরকম কোনও ঘটনার কথা কি শুনেছেন কবীর ? এক প্যানেল আলোচনায় পরিচালককে এই প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, "আমায় কেউ বলেনি। তবে হ্যাঁ, সেরকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সেই সব ঘটনার কথা শোনা যাচ্ছে। অদ্ভুত রকমের চাপ দেওয়া হচ্ছে মানুষের উপর। আমার উপরেও সেরকম চাপ এলে আমি অবাক হব না।"
কীভাবে সামলাবেন সেরকম পরিস্থিতি? উত্তরে কবীর খান বললেন, "আমি ভয় পাই না। তুমি যেটা বিশ্বাস কর বা ভালোবাস, তোমায় তার উপর ভিত্তি করেই কাজ করতে হবে। ভালোবেসে কোনও কাজ করলে সবকিছু ঠিক হয়ে যাবে।"
'বজরঙ্গী ভাইজান' বা 'এক থা টাইগার'-এর মতো সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাযুক্ত ছবি উপহার দিয়েছেন কবীর। আপাতত তিনি ব্যস্ত '83' ছবির পরিচালনায়। কোনও বিশেষ উদ্দেশে তাঁকে দিয়ে ছবি করালে কি সেই স্বতঃস্ফূর্ততা থাকবে ছবিতে? উত্তর জানা নেই।