ETV Bharat / sitara

ব়্যাম্পে উঠে নাতনির বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরলেন জয়া? - Meezan Jaaferi

জাভেদ জাফরির ছেলে মিজ়ান জাফরির সঙ্গে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দার এক সম্পর্কের কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি এক ফ্যাশন শোয়ে মিজ়ান জাফরিকে জড়িয়ে ধরলেন জয়া বচ্চন।

Jaya Bachchan hugs Navya's boyfriend
author img

By

Published : Sep 7, 2019, 3:30 PM IST

Updated : Sep 7, 2019, 3:57 PM IST

মুম্বই : নভ্যা নাভেলির সঙ্গে মিজ়ান জাফরির একটা সম্পর্কের কথা শোনা যাচ্ছে কয়েকদিন থেকেই। শোনা যাচ্ছে তাঁরা নাকি ডেট করছেন। আর এর মাঝেই এক ফ্যাশন শোয়ে জয়া বচ্চন জড়িয়ে ধরলেন মিজ়ানকে। তাহলে কি জয়া এভাবেই সম্মতি জানালেন নাতনির রিলেশনশিপে?

ফ্যাশন ডিজ়াইনার আবু জানি ও সন্দীপ খোসলার আয়োজন করা একটি ফ্যাশন শোয়ে ব়্যাম্প ওয়াক করেছিলেন মিজ়ান। সেই শোয়ের শো-স্টপার ছিলেন দীপিকা পাড়ুকোন। শো শেষে যখন সমস্ত মডেলরা ব়্যাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন সেই সময়ে দর্শক আসন থেকে উঠে মিজ়ানকে জড়িয়ে ধরেন জয়া।

এই ঘটনার পরই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়, তাহলে কি বচ্চন পরিবার সম্মতি দিল নভ্যার সঙ্গে মিজ়ানের রিলেশনশিপে? তার উত্তর দেবে সময়। তবে সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো।

দেখে নিন...

মুম্বই : নভ্যা নাভেলির সঙ্গে মিজ়ান জাফরির একটা সম্পর্কের কথা শোনা যাচ্ছে কয়েকদিন থেকেই। শোনা যাচ্ছে তাঁরা নাকি ডেট করছেন। আর এর মাঝেই এক ফ্যাশন শোয়ে জয়া বচ্চন জড়িয়ে ধরলেন মিজ়ানকে। তাহলে কি জয়া এভাবেই সম্মতি জানালেন নাতনির রিলেশনশিপে?

ফ্যাশন ডিজ়াইনার আবু জানি ও সন্দীপ খোসলার আয়োজন করা একটি ফ্যাশন শোয়ে ব়্যাম্প ওয়াক করেছিলেন মিজ়ান। সেই শোয়ের শো-স্টপার ছিলেন দীপিকা পাড়ুকোন। শো শেষে যখন সমস্ত মডেলরা ব়্যাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন সেই সময়ে দর্শক আসন থেকে উঠে মিজ়ানকে জড়িয়ে ধরেন জয়া।

এই ঘটনার পরই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়, তাহলে কি বচ্চন পরিবার সম্মতি দিল নভ্যার সঙ্গে মিজ়ানের রিলেশনশিপে? তার উত্তর দেবে সময়। তবে সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো।

দেখে নিন...

Intro:Body:

ব়্যাম্পে উঠে নাতনির বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরলেন জয়া?



জাভেদ জাফরির ছেলে মিজ়ান জাফরির সঙ্গে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দার এক সম্পর্কের কথা শোন যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি এক ফ্যাশন শোয়ে মিজ়ান জাফরিকে জড়িয়ে ধরলেন জয়া বচ্চন।



মুম্বই : নভ্যা নাভেলির সঙ্গে মিজ়ান জাফরির একটা সম্পর্কের কথা শোনা যাচ্ছে কয়েকদিন থেকেই। শোনা যাচ্ছে তাঁরা নাকি ডেট করছেন। আর এর মাঝেই এক ফ্যাশন শোয়ে জয়া বচ্চন জড়িয়ে ধরলেন মিজ়ানকে। তাহলে কি জয়া এভাবেই সম্মতি জানালেন নাতনির রিলেশনশিপে?



ফ্যাশন ডিজ়াইনার আবু জানি ও সন্দীপ খোসলার আয়োজন করা একটি ফ্য়াশন শোয়ে ব়্যাম্প ওয়াক করেছিলেন মিজ়ান। সেই শোয়ের শো-স্টপার ছিলেন দীপিকা পাড়ুকোন। শো শেষে যখন সমস্ত মডেলরা ব়্যাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন সেই সময়ে দর্শক আসন থেকে উঠে মিজ়ানকে জড়িয়ে ধরেন জয়া।



এই ঘটনার পরই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়, তাহলে কি বচ্চন পরিবার সম্মতি দিল নভ্যার সঙ্গে মিজ়ানের রিলেশনশিপে? তার উত্তর দেবে সময়। তবে সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো।



দেখে নিন...




Conclusion:
Last Updated : Sep 7, 2019, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.