মুম্বই : আজ 65 বছর পা দিলেন বনি কাপুর । আর বাবার জন্মদিন উপলক্ষ্যে নিজের ছেলেবেলার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন জাহ্নবী কাপুর ।
ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করেন জাহ্নবী । সেখানে একটিতে বাবার কোলে বসে কেক কাটতে দেখা গিয়েছে তাঁকে । অন্যটিতে নেড়া মাথায় বাবার বুকে মাথা রেখে শুয়ে রয়েছেন তিনি । আর শেষ ছবিতে বাবা ও মায়ের সঙ্গে দেখা গিয়েছে ছোট্ট জাহ্নবীকে ।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, "সেরা তোমাকে শুভ জন্মদিন । লাভ ইউ ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'ধড়ক' দিয়ে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন জাহ্নবী । এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করেন তিনি । তাঁর শেষ ছবি 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল এই ছবি । যথেষ্ট প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছবিটি ।