ETV Bharat / sitara

কীভাবে 'জনতা কারফিউ' পালন করছেন বলি তারকারা ? - জনতা কারফিউ

আজ সকাল থেকেই 'জনতা কারফিউ' পালন করছেন বলি তারকারা । নিজের মতো করেই সময় কাটাচ্ছেন তাঁরা । কেউ বই পড়ে, কেউ সেলফি তুলে তো কেউ ঘর থেকে বসে সমুদ্র দেখে কাটিয়ে দিচ্ছেন সময় ।

মন
মনব
author img

By

Published : Mar 22, 2020, 4:42 PM IST

মুম্বই : কোরোনার সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে আজ সকাল 7টা থেকে দেশজুড়ে চলছে 'জনতা কারফিউ'। এর জেরে গোটা দেশেই রবিবারের সকালের ছবিটা ধরা পড়ল একটু অন্যভাবে । রবিবার সকালে বাজার দোকানে যেখানে লোক থিকথিক করে সেখানে একজন মানুষকেও দেখা গেল না রাস্তায় । বন্ধ দোকানপাঠ । গোটা দেশের ছবিটা কিছুটা একইরকম । প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হলেন না কেউই । তবে এই পরিস্থিতির মধ্যে কেমনভাবে রবিবারের সকালটা কাটালেন বলিউডের তারকারা ?

আজ সকাল থেকেই তইমুর আলি খানের সঙ্গেই বেশিরভাগ সময় কাটালেন সইফ আলি খান । ছেলেকে গার্ডেনিং শেখানে ব্যস্ত ছিলেন তিনি । সাদা পাজামা-পঞ্জাবীতে টবের মধ্যে গাছ পুঁততে দেখা গেল তাঁদের । আর এই ছবি ক্যামেরাবন্দী করেন করিনা কাপুর খান । পরে সেটি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি ।

কোরোনা আতঙ্কের জেরে এখন বন্ধ সিনেমার শুটিং ও ক্রিকেট খেলা । আর তাই ঘরেই দিন কাটাচ্ছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি । গতকাল বিরাটের সঙ্গে একটি মজার সেলফি তোলেন তিনি । আর 'জনতা কারফিউ'-এর দিন সকালেও সেলফি তুলতে দেখা যায় তাঁকে । তবে বিরাটের সঙ্গে নয়, বইয়ের সঙ্গে । পেটের উপর বই রেখে সাদা-কালো সেলফি তোলেন তিনি ।

সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন আলিয়া ভাট । শুটিং না থাকায় এখন আপাতত বাড়িতেই রয়েছেন তিনি । এই সময়টা নিজের মতো করে কাটাচ্ছেন তিনি । সকাল সকাল একটি সেলফি তুলে পোস্ট করেন । যার ক্যাপশনে লেখেন, "বাড়ি রয়েছি আর সেলফি তুলছি...কারণ এটা কারও ক্ষতি করবে না..."

রবিবারের সকালটা একটু দেরিতে শুরু হলেও মুম্বইয়ের মেরিন ড্রাইভে সেদিন যথেষ্ট ব্যস্ততা লক্ষ্য করা যায় । ঘুরতে যাওয়া, আড্ডা মারা, পরিবারের সঙ্গে বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো । চলে সবই । কিন্তু, 'জনতা কারফিউ'-এর জেরে আজ ছবিটা ছিল একেবারেই অন্যরকম । সকাল থেকেই জনমানব শূন্য ছিল মেরিন ড্রাইভ । বাড়িতে বসে সেই ছবি ক্যামেরাবন্দী করেন অমিতাভ । পরে ইনস্টাগ্রামে তা শেয়ার করেন তিনি ।

বাকি তারকারা পরিবারের সঙ্গে সময় কাটালেও আজ সকালটা লেখালেখির মধ্যেই ডুবে ছিলেন জাভেদ আখতার । সম্প্রতি বুদাপেস্ট থেকে দেশে ফিরেছেন শাবানা আজ়মি । তারপর নিজেই কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন । আজ সকালে জাভেদ আখতারের লেখালেখি করার একটি ছবি পোস্ট করেন । তার ক্যাপশনে লেখেন, "যেটা ভালো পারে সেটাই করছে জাভেদ...আর আমি তার থেকে দূরে বসে সমুদ্র দেখছি..."

19 মার্চ সন্ধে 8টার সময় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী । সেখানেই কোরোনার সংক্রমণ মোকাবিলায় আজ 'জনতা কারফিউ'-এর ডাক দিয়েছিলেন তিনি । তাঁর এই পদক্ষেপের প্রশংসা করেন একাধিক বলিউড তারকা । সোশাল মিডিয়ার মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে তাঁর ওই বার্তা ছড়িয়ে দেন তাঁরা । আর আজ সকাল থেকেই 'জনতা কারফিউ'-তে সামিল হন সবাই ।

মুম্বই : কোরোনার সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে আজ সকাল 7টা থেকে দেশজুড়ে চলছে 'জনতা কারফিউ'। এর জেরে গোটা দেশেই রবিবারের সকালের ছবিটা ধরা পড়ল একটু অন্যভাবে । রবিবার সকালে বাজার দোকানে যেখানে লোক থিকথিক করে সেখানে একজন মানুষকেও দেখা গেল না রাস্তায় । বন্ধ দোকানপাঠ । গোটা দেশের ছবিটা কিছুটা একইরকম । প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হলেন না কেউই । তবে এই পরিস্থিতির মধ্যে কেমনভাবে রবিবারের সকালটা কাটালেন বলিউডের তারকারা ?

আজ সকাল থেকেই তইমুর আলি খানের সঙ্গেই বেশিরভাগ সময় কাটালেন সইফ আলি খান । ছেলেকে গার্ডেনিং শেখানে ব্যস্ত ছিলেন তিনি । সাদা পাজামা-পঞ্জাবীতে টবের মধ্যে গাছ পুঁততে দেখা গেল তাঁদের । আর এই ছবি ক্যামেরাবন্দী করেন করিনা কাপুর খান । পরে সেটি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি ।

কোরোনা আতঙ্কের জেরে এখন বন্ধ সিনেমার শুটিং ও ক্রিকেট খেলা । আর তাই ঘরেই দিন কাটাচ্ছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি । গতকাল বিরাটের সঙ্গে একটি মজার সেলফি তোলেন তিনি । আর 'জনতা কারফিউ'-এর দিন সকালেও সেলফি তুলতে দেখা যায় তাঁকে । তবে বিরাটের সঙ্গে নয়, বইয়ের সঙ্গে । পেটের উপর বই রেখে সাদা-কালো সেলফি তোলেন তিনি ।

সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন আলিয়া ভাট । শুটিং না থাকায় এখন আপাতত বাড়িতেই রয়েছেন তিনি । এই সময়টা নিজের মতো করে কাটাচ্ছেন তিনি । সকাল সকাল একটি সেলফি তুলে পোস্ট করেন । যার ক্যাপশনে লেখেন, "বাড়ি রয়েছি আর সেলফি তুলছি...কারণ এটা কারও ক্ষতি করবে না..."

রবিবারের সকালটা একটু দেরিতে শুরু হলেও মুম্বইয়ের মেরিন ড্রাইভে সেদিন যথেষ্ট ব্যস্ততা লক্ষ্য করা যায় । ঘুরতে যাওয়া, আড্ডা মারা, পরিবারের সঙ্গে বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো । চলে সবই । কিন্তু, 'জনতা কারফিউ'-এর জেরে আজ ছবিটা ছিল একেবারেই অন্যরকম । সকাল থেকেই জনমানব শূন্য ছিল মেরিন ড্রাইভ । বাড়িতে বসে সেই ছবি ক্যামেরাবন্দী করেন অমিতাভ । পরে ইনস্টাগ্রামে তা শেয়ার করেন তিনি ।

বাকি তারকারা পরিবারের সঙ্গে সময় কাটালেও আজ সকালটা লেখালেখির মধ্যেই ডুবে ছিলেন জাভেদ আখতার । সম্প্রতি বুদাপেস্ট থেকে দেশে ফিরেছেন শাবানা আজ়মি । তারপর নিজেই কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন । আজ সকালে জাভেদ আখতারের লেখালেখি করার একটি ছবি পোস্ট করেন । তার ক্যাপশনে লেখেন, "যেটা ভালো পারে সেটাই করছে জাভেদ...আর আমি তার থেকে দূরে বসে সমুদ্র দেখছি..."

19 মার্চ সন্ধে 8টার সময় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী । সেখানেই কোরোনার সংক্রমণ মোকাবিলায় আজ 'জনতা কারফিউ'-এর ডাক দিয়েছিলেন তিনি । তাঁর এই পদক্ষেপের প্রশংসা করেন একাধিক বলিউড তারকা । সোশাল মিডিয়ার মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে তাঁর ওই বার্তা ছড়িয়ে দেন তাঁরা । আর আজ সকাল থেকেই 'জনতা কারফিউ'-তে সামিল হন সবাই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.