ETV Bharat / sitara

'কবীর সিং' দেখতে আধারে বয়স বাড়াচ্ছে টিন এজাররা

author img

By

Published : Jul 4, 2019, 10:46 AM IST

দেশজুড়ে সুপারহিট শাহিদ কাপুরের 'কবীর সিং' । কিন্তু সেন্সর বোর্ড অনুযায়ী 18 অনূর্ধ্ব কেউ ছবিটি দেখতে পাবে না । তাই প্রযুক্তির অপব্যবহার করে মোবাইল অ্যাপের মাধ্যমে আধার কার্ডে বয়স বাড়াচ্ছে টিন এজাররা ।

কবীর সিং

জয়পুর : প্রযুক্তির অপব্যবহার করছে জয়পুরের টিন এজাররা । 'কবীর সিং'-র মতো A-রেটেড ছবি দেখার জন্য আধার কার্ডে বয়স বাড়াচ্ছে তারা ।

দেশজুড়ে সুপারহিট শাহিদ কাপুরের 'কবীর সিং' । কিন্তু সেন্সর বোর্ড অনুযায়ী, 18 অনূর্ধ্ব কেউ ছবিটি দেখতে পাবে না । যদিও এতে কোনও সমস্যা হওয়ার কথা নয় ।

আকাশ (নাম পরিবর্তিত) বলে, "আধারের ছবি তুলে আমি ও আমার বন্ধুরা একটা মোবাইল অ্যাপে এডিট করে জন্ম তারিখ পরিবর্তন করেছি । কেউ আমাদের সিনেমা হলে আটকায়নি । আমরা হলে গিয়ে ছবিটি দেখে ফেলেছি ।"

যুবরাজ (নাম পরিবর্তিত) নামে একজন ছাত্র বলে, "বুকমাইশোতে আমরা অনেক টিকিট বুক করেছি । কেউ আমাদের পরিচয়পত্র বা বয়স জানতে চায়নি ।" সে আরও বলে, "প্রথমে হলের গার্ডরা আমাদের আটকেছিল । কিন্তু স্কুলের বন্ধুরা এই বাধা পেরোনোর বুদ্ধি দেয় । তারপর আমরা মোবাইলে আধার কার্ডের ছবি তুলি এবং এডিট করে জন্ম তারিখ পালটে দিই ।"

এই সংক্রান্ত খবর : মুক্তির তিন দিনেই বাজিমাত কবীরের...

বুকমাইশো টিকিট বুকিং ওয়েবসাইটের একজন কর্মচারী বলেন, "আমাদের সাইটে টিকিট বুক করার সময় একটা পপ-আপ দেখা যায়, যেখানে বলা থাকে 18 বছরের নিচে কেউ A-রেটেড ছবি দেখতে পাবে না । কিন্তু দর্শকরা তা উপেক্ষা করে টিকিট বুক করে । অনলাইন ট্রানজ়্য়াকশন হওয়ার কারণে আমরা তাদের পরিচয় পত্র দেখতে পারি না । তবে হলে ঢোকার সময় কর্তৃপক্ষের পরিচয় পত্র দেখতে চাওয়া উচিত ।"

এই সংক্রান্ত খবর : "শাহিদ উচ্চাকাঙ্খার দাস", বিস্ফোরক সোনা

আইনক্সের এক আধিকারিক স্বীকার করেন যে, মাল্টিপ্লেক্স চেইনগুলিকে 'কবীর সিং'-র ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে । যে কারণে অনেক টিন এজার ছবিটি দেখতে আসছে । তিনি বলেন, "তবে আমাদের কর্মীরা নিরপেক্ষভাবে পরিস্থিতি পরিচালনা করছে । A-রেটেড ছবি দেখানোর সময় আমরা টিকিটের নির্দেশিকাগুলি অনুসরণ করি । দর্শকদেরও বয়সের বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় ।"

'কবীর সিং' 21 জুন মুক্তি পেয়েছে । ছবিতে শাহিদ কাপুর ও কিয়ারা আডবানিকে মুখ্য চরিত্রে দেখা গেছে ।

জয়পুর : প্রযুক্তির অপব্যবহার করছে জয়পুরের টিন এজাররা । 'কবীর সিং'-র মতো A-রেটেড ছবি দেখার জন্য আধার কার্ডে বয়স বাড়াচ্ছে তারা ।

দেশজুড়ে সুপারহিট শাহিদ কাপুরের 'কবীর সিং' । কিন্তু সেন্সর বোর্ড অনুযায়ী, 18 অনূর্ধ্ব কেউ ছবিটি দেখতে পাবে না । যদিও এতে কোনও সমস্যা হওয়ার কথা নয় ।

আকাশ (নাম পরিবর্তিত) বলে, "আধারের ছবি তুলে আমি ও আমার বন্ধুরা একটা মোবাইল অ্যাপে এডিট করে জন্ম তারিখ পরিবর্তন করেছি । কেউ আমাদের সিনেমা হলে আটকায়নি । আমরা হলে গিয়ে ছবিটি দেখে ফেলেছি ।"

যুবরাজ (নাম পরিবর্তিত) নামে একজন ছাত্র বলে, "বুকমাইশোতে আমরা অনেক টিকিট বুক করেছি । কেউ আমাদের পরিচয়পত্র বা বয়স জানতে চায়নি ।" সে আরও বলে, "প্রথমে হলের গার্ডরা আমাদের আটকেছিল । কিন্তু স্কুলের বন্ধুরা এই বাধা পেরোনোর বুদ্ধি দেয় । তারপর আমরা মোবাইলে আধার কার্ডের ছবি তুলি এবং এডিট করে জন্ম তারিখ পালটে দিই ।"

এই সংক্রান্ত খবর : মুক্তির তিন দিনেই বাজিমাত কবীরের...

বুকমাইশো টিকিট বুকিং ওয়েবসাইটের একজন কর্মচারী বলেন, "আমাদের সাইটে টিকিট বুক করার সময় একটা পপ-আপ দেখা যায়, যেখানে বলা থাকে 18 বছরের নিচে কেউ A-রেটেড ছবি দেখতে পাবে না । কিন্তু দর্শকরা তা উপেক্ষা করে টিকিট বুক করে । অনলাইন ট্রানজ়্য়াকশন হওয়ার কারণে আমরা তাদের পরিচয় পত্র দেখতে পারি না । তবে হলে ঢোকার সময় কর্তৃপক্ষের পরিচয় পত্র দেখতে চাওয়া উচিত ।"

এই সংক্রান্ত খবর : "শাহিদ উচ্চাকাঙ্খার দাস", বিস্ফোরক সোনা

আইনক্সের এক আধিকারিক স্বীকার করেন যে, মাল্টিপ্লেক্স চেইনগুলিকে 'কবীর সিং'-র ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে । যে কারণে অনেক টিন এজার ছবিটি দেখতে আসছে । তিনি বলেন, "তবে আমাদের কর্মীরা নিরপেক্ষভাবে পরিস্থিতি পরিচালনা করছে । A-রেটেড ছবি দেখানোর সময় আমরা টিকিটের নির্দেশিকাগুলি অনুসরণ করি । দর্শকদেরও বয়সের বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় ।"

'কবীর সিং' 21 জুন মুক্তি পেয়েছে । ছবিতে শাহিদ কাপুর ও কিয়ারা আডবানিকে মুখ্য চরিত্রে দেখা গেছে ।

Intro:Body:

Kabir aadhar


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.