ETV Bharat / sitara

লকডাউনে বাবা-মায়ের থেকে দূরে, মন খারাপ জ্য়াকলিনের - Jacqueline Fernandez latest news

লকডাউনে এক প্রান্তে আটকে জ্যাকলিন ফার্নান্ডেজ়, আর অন্য প্রান্তে ঘরবন্দী তাঁর বাবা-মা । মন খারাপ অভিনেত্রীর ।

Jacqueline Fernandez latest news
Jacqueline Fernandez latest news
author img

By

Published : May 15, 2020, 6:31 PM IST

মুম্বই : বাবা-মাকে না দেখে থাকতে পারছেন না জ্যাকলিন ফার্নান্ডেজ় । লকডাউনে বাড়ি থেকে অনেক দূরে মন খারাপ অভিনেত্রীর । ইনস্টাগ্রামে শেয়ার করলেন বাবা-মায়ের ছবি ।

ছবির নিচে জ্যাকলিন লিখেছেন, "তোমাদের দু'জনকে মিস করছি...সব ঠিক হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না," জ্য়াকলিনের মায়ের ছবিতে মেয়ের ঝলক স্পষ্ট ।

কয়েকদিন আগে সলমন খানের সঙ্গে মুক্তি পেয়েছে জ্যাকলিনের মিউজ়িক ভিডিয়ো 'তেরে বিনা' । সলমনের পানভেল ফার্মহাউজ়ে শুটিং হয়েছে সেই ভিডিয়োর, শুধুমাত্র তিনজন মানুষের উপস্থিতিতে, সলমন-জ্যাকলিন-ক্যামেরাম্যান ।

অন্যদিকে সম্প্রতি রিলিজ় হয়েছে জ্যাকলিনের প্রথম ওয়েব ফিল্ম 'মিসেস. সিরিয়াল কিলার' । ছবিটি একেবারেই মুগ্ধ করতে পারেনি দর্শক ও সমালোচকদের । সমালোচিত হয়েছে পরিচালনা, অভিনয়, সংলাপও ।

মুম্বই : বাবা-মাকে না দেখে থাকতে পারছেন না জ্যাকলিন ফার্নান্ডেজ় । লকডাউনে বাড়ি থেকে অনেক দূরে মন খারাপ অভিনেত্রীর । ইনস্টাগ্রামে শেয়ার করলেন বাবা-মায়ের ছবি ।

ছবির নিচে জ্যাকলিন লিখেছেন, "তোমাদের দু'জনকে মিস করছি...সব ঠিক হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না," জ্য়াকলিনের মায়ের ছবিতে মেয়ের ঝলক স্পষ্ট ।

কয়েকদিন আগে সলমন খানের সঙ্গে মুক্তি পেয়েছে জ্যাকলিনের মিউজ়িক ভিডিয়ো 'তেরে বিনা' । সলমনের পানভেল ফার্মহাউজ়ে শুটিং হয়েছে সেই ভিডিয়োর, শুধুমাত্র তিনজন মানুষের উপস্থিতিতে, সলমন-জ্যাকলিন-ক্যামেরাম্যান ।

অন্যদিকে সম্প্রতি রিলিজ় হয়েছে জ্যাকলিনের প্রথম ওয়েব ফিল্ম 'মিসেস. সিরিয়াল কিলার' । ছবিটি একেবারেই মুগ্ধ করতে পারেনি দর্শক ও সমালোচকদের । সমালোচিত হয়েছে পরিচালনা, অভিনয়, সংলাপও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.