মুম্বই : কুমার শানু আর রীতা ভট্টাচার্যের ছেলে জান শানু কয়েকদিন আগে বিগ বসের প্রতিযোগী ছিলেন । বিগ বসের বাড়িতে থাকাকালীন মারাঠী ভাষাকে অবমাননা করার অভিযোগে বিশাল বিতর্কে জড়িয়েছিলেন জান । ছেলের অপরাধে ক্ষমা চেয়ে নিয়েছিলেন শানু । সঙ্গে এটাও বলেছিলেন যে, ছেলের বেড়ে ওঠার মধ্যেই গন্ডগোল রয়েছে ।
বাবার এই মন্তব্যে খুব আঘাত পেয়েছেন জান । যে বাবা তাঁর জন্মের আগেই বাড়ি ছেড়ে চলে যান, সেই বাবার কি এই মন্তব্য করার অধিকার রয়েছে ? প্রশ্ন তুলেছেন শানুর ছেলে জান ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জান বলেন, "আমার মনে হয় না বাবা এই কাজটা ঠিক করেছেন । উনি আমার বেড়ে ওঠা নিয়ে এমন মন্তব্য় করেন কী করে ? আমি আমার মায়ের সঙ্গে বড় হয়েছি । উনি যখন আমাদের ছেড়ে চলে যান, তখন তো আমার জন্মই হয়নি ।"
বিগ বস-এর বাড়িতে জানকে নেপোকিড বলে কটাক্ষ করেন আর এক প্রতিযোগী । এই প্রসঙ্গে গায়ক বলেন, "আমি কুমার শানুর ছেলে বলে গর্বিত ঠিকই । তবে আমার বাবা কোনওদিন আমায় সমর্থন করেননি । নিজের ওই নামটা ছাড়া আর কিচ্ছু দেননি উনি আমাদের । আমায় নেপোকিড বলা যায় না । যা করেছি, নিজের যোগ্যতায় আর গুরুদের ভালোবাসায় করেছি ।"
আরও পড়ুন : ছেলের মন্তব্যের জন্য মহারাষ্ট্রবাসীর কাছে ক্ষমা চাইলেন কুমার শানু
কুমার শানু এবার কী বলেন সেটাই দেখার ।