হায়দরাবাদ, 29 মার্চ : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্যকে ঘিরে যাঁর নাম বারবার সামনে এসেছে তিনি হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী ৷ এখন তাঁরই বান্ধবী নিধি পারমারের একটি পোস্টকে ঘিরে তৈরি হচ্ছে নানা জল্পনা ৷ সম্প্রতি প্রযোজক নিধি পারমার তাঁর ইনস্টাগ্রামে রিয়া ও তাঁর একটি ছবি পোস্ট করেছেন ৷
আর সেই পোস্টকে নিয়েই এখন জলঘোলা হচ্ছে বিভিন্ন মহলে ৷ মনে করা হচ্ছে বান্ধবী তথা প্রযোজক নিধি পারমারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রিয়া ৷ বন্ধু নিধির আসন্ন ছবিতে হয়ত দেখা যেতে পারে রিয়াকে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগেও অবশ্য এই দুই বান্ধবী বন্ধুত্ব টের পেয়েছিল নেটাগরিকরা ৷ যেখানে রিয়াকে দেখা গিয়েছিল নিধির সঙ্গে একই বিছানায় ছবি তুলতে ৷ আর সেই ছবি শেয়ারের সময় রিয়া ব্যবহার করেছিলেন রবার ফুলঘুমের একটি উদ্ধৃতি ৷ যার আক্ষরিক অর্থ এই ছিল যে, ভালবাসা কখনোই মলিন হয় না৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
নিধি পারমারের ইনস্টাগ্রামে এর আগেও রিয়া, সুশান্ত সিং রাজপুত ও নিধিকে একই ফ্রেমে দেখা গিয়েছিল ৷ তবে এসব এখন অতীত ৷ রিয়া ধীরে ধীরে ফিরতে চাইছেন ছন্দে ৷ আর তাই এবার হয়তো নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস হতে চাইছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">