'ঔরত' কবিতায় কবি কাইফি আজ়মি লিখে গেছেন, 'তুঝ মে শোলে ভি হ্যায়, ব্য়স অশ্ক ফিশানি হি নহিঁ, তু হকিকত ভি হ্যাঁ, দিলচস্প কাহানি হি নহিঁ, তেরি হস্তি ভি হ্য়াঁ এক চিজ়, জওয়ানি হি নহিঁ'.. অর্থাৎ, সমস্যা যত বড়ই হোক না কেন, এক নারীর সেই সমস্যাকে অতিক্রম করার সমস্ত শক্তি ও ক্ষমতা রয়েছে । সে হাসতে হাসতে নিজের লক্ষ্যপূরণে এগিয়ে যায় সব বাধাকে তুচ্ছ করে । এই প্রসঙ্গে পদ্মশ্রী বিজেতা বলিউড কুইন কঙ্গনা রানাওয়াতের থেকে ভালো উদাহরণ আর কে হতে পারে ?
কঙ্গনার অভিনয়ে তো আট থেকে আশি সবাই মুগ্ধ, তবে তাঁর ব্যক্তিত্বও যে কাউকে অনুপ্রাণিত করতে পারে । খুব একটা মসৃণ নয় তাঁর জীবন । বিতর্ক, স্ট্রাগল আর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়েই লেখা হয়েছে কঙ্গনার উত্থানের গল্প ।
বলিউড আউটসাইডার হিসেবে পরিচিত কঙ্গনা আজ শুধুমাত্র নামেই কুইন নন, নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি , পেয়েছেন এমন সব সম্মান যা তাঁর সমসাময়িক অনেকেই অর্জন করতে পারেননি ।
দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী অর্জন করেছেন কঙ্গনা রানাওয়াত । এই আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কঙ্গনাকে স্যালুট ETV ভারত সিতারার ।