মুম্বই : আবির সেনগুপ্ত পরিচালিত 'ইন্দু কি জওয়ানি' ছবির ট্রেলার মুক্তি পেল আজই । 'কবীর সিং'-এর পর কিয়ারার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে । আর তিনিই এই ছবির কান্ডারি বলা যেতে পারে । মূলত কিয়ারা অর্থাৎ ইন্দিরা গুপ্তকে নিয়েই এই গল্প । তাই ছবিটি নিয়ে বেশ কৌতুহল রয়েছে দর্শকের ।
ট্রেলার মুক্তির পরও সেই কৌতুহলের ঝলক দেখা গেল । মুহূর্তের মধ্যে লক্ষাধিক ভিউজ় ছাড়িয়েছে 'ইন্দু কি জওয়ানি'-র ট্রেলার । ইন্দিরা গুপ্ত নামে এক যুবতীর কনফিউসড লাভ লাইফ নিয়ে এগিয়েছে ছবির গল্প । তবে কোথা থেকে যেন তার জীবনে উড়ে এল এক পাকিস্তানি ক্রস কানেকশন ।
অনলাইন ডেটিং অ্যাপে এক এলিজিবল প্রার্থীর সঙ্গে মিটিং করতে গিয়েই ফেঁসে যায় ইন্দু । সে জানতে পারে যে সেই ছেলেটি আসলে পাকিস্তানি এবং সম্ভাব্য সন্ত্রাসবাদী । তবে সত্য়িটা কী ? সমর নামে সেই ছেলেটি কি আদৌ টেরোরিজ়মের সঙ্গে জড়িত নাকি পুরোটাই আমাদের দেখার সীমাবদ্ধতা ? সেই উত্তর জানা যাবে 'ইন্দু কি জওয়ানি' ছবিতে ।
সমরের চরিত্রে অভিনয় করেছেন আদিত্য শীল । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মল্লিকা দুয়া । সব মিলিয়ে একটা এন্টারটেইনমেন্ট প্যাকেজ হতে চলেছে 'ইন্দু কি জওয়ানি' । গভীরতা কতটা আছে সেটা তো সিনেমা দেখার পরই বিচার করা যাবে ।
দেখে নিন ট্রেলার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
2020-র 11 ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'ইন্দু কি জওয়ানি' ।