ETV Bharat / sitara

ভারতবর্ষ আর মহিলাদের দেশ নেই : অনুষ্কা শঙ্কর - অনুষ্কা শংকরের খবর

তেলাঙ্গানায় মহিলা ডাক্তারের খুন ও ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে। বিভিন্ন মহল থেকে নামী-অনামী সমস্ত ব্যক্তিত্বরা তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এই বিষয়ে। রবিশঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর জানালেন তাঁর মত। বললেন ভারতবর্ষ আর মহিলাদের দেশ নয়।

Anushka Shankar says India no country for woman
Anushka Shankar says India no country for woman
author img

By

Published : Dec 4, 2019, 10:22 PM IST

মুম্বই : ধর্ষণ এখন একটি আন্তর্জাতিক মহামারীতে পরিণত হয়েছে, মনে করছেন অনুষ্কা। টুইটারে একাধিক পোস্টের মাধ্যমে তিনি তাঁর যন্ত্রণা ব্যক্ত করেছেন। আজ নয়, 2012 সালে জ্যোতি সিং পাণ্ডের ধর্ষণ ও খুনের ঘটনাই বদলে দেয় অনুষ্কার জীবন। সেই থেকে আজ অবধি তিনি কষ্ট পেয়ে যাচ্ছেন, কেঁদে যাচ্ছেন।

অনুষ্কা লিখেছেন, "সাত বছর আগে জ্যোতি সিং পাণ্ডের উপর হওয়া ধর্ষণ ও খুনের ঘটনা আমার জীবন বদলে দেয়। 2004 সালে সুনামি যেমন পৃথিবীর অক্ষ পরিবর্তন করে দিয়েছিল, জ্যোতির ঘটনাটা আমার মানসিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছিল। ওর শরীরে হওয়া আক্রমণ গুলো আমি নিজের শরীরে অনুভব করেছিলাম। আর আমার জীবনে হওয়া যৌন হেনস্থার ঘটনা আমি সবার সামনে তুলে ধরেছিলাম।"

  • Nearly seven years ago to the day, the world mourned together over the horrifically brutal gang rape and murder of Jyoti Singh Pandey. Just how the earth’s axis changed after the 2004 tsunami, I felt an emotional axis bend at this point in time.

    — Anoushka Shankar (@ShankarAnoushka) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • My own life changed with her attack. This to me was the real beginning of the women’s movements we’ve seen in recent years. I felt her attack in my own body and ended up sharing a video about my own sexual abuse. This was part of a wave of women in rage and pain demanding change.

    — Anoushka Shankar (@ShankarAnoushka) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেদিন থেকে আজ অবধি বারে বারে কষ্ট পেয়েছেন অনুষ্কা। কারণ একটার পর একটা ধর্ষণের ঘটনা সামনে এসেছে এই কয়েকবছরে। তিনি লিখেছেন, "এটা তো একটা আন্তর্জাতিক মহামারীতে পরিণত হয়েছে। ভারতবর্ষ আর মহিলাদের দেশ নেই। আমার রাগ হয়। আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমি বুঝতে পারি না আমার কী করা উচিত। আমার চিৎকার করতে ইচ্ছে করে, কিন্তু আমি কোনও আওয়াজ করতে পারি না। কারণ কোনও কিছুই পরিবর্তিত হবে না। আর প্রতিদিন প্রতি মিনিটে মহিলারা ধর্ষিত হবেন।"

  • This is a global epidemic. And India in particular is no country for women. And I’m enraged. And I’m numb. And I don’t know what to keep doing. I want to scream and yet for once I feel voiceless. Because nothing fucking changes and women are being raped every minute every day

    — Anoushka Shankar (@ShankarAnoushka) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : ধর্ষণ এখন একটি আন্তর্জাতিক মহামারীতে পরিণত হয়েছে, মনে করছেন অনুষ্কা। টুইটারে একাধিক পোস্টের মাধ্যমে তিনি তাঁর যন্ত্রণা ব্যক্ত করেছেন। আজ নয়, 2012 সালে জ্যোতি সিং পাণ্ডের ধর্ষণ ও খুনের ঘটনাই বদলে দেয় অনুষ্কার জীবন। সেই থেকে আজ অবধি তিনি কষ্ট পেয়ে যাচ্ছেন, কেঁদে যাচ্ছেন।

অনুষ্কা লিখেছেন, "সাত বছর আগে জ্যোতি সিং পাণ্ডের উপর হওয়া ধর্ষণ ও খুনের ঘটনা আমার জীবন বদলে দেয়। 2004 সালে সুনামি যেমন পৃথিবীর অক্ষ পরিবর্তন করে দিয়েছিল, জ্যোতির ঘটনাটা আমার মানসিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছিল। ওর শরীরে হওয়া আক্রমণ গুলো আমি নিজের শরীরে অনুভব করেছিলাম। আর আমার জীবনে হওয়া যৌন হেনস্থার ঘটনা আমি সবার সামনে তুলে ধরেছিলাম।"

  • Nearly seven years ago to the day, the world mourned together over the horrifically brutal gang rape and murder of Jyoti Singh Pandey. Just how the earth’s axis changed after the 2004 tsunami, I felt an emotional axis bend at this point in time.

    — Anoushka Shankar (@ShankarAnoushka) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • My own life changed with her attack. This to me was the real beginning of the women’s movements we’ve seen in recent years. I felt her attack in my own body and ended up sharing a video about my own sexual abuse. This was part of a wave of women in rage and pain demanding change.

    — Anoushka Shankar (@ShankarAnoushka) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেদিন থেকে আজ অবধি বারে বারে কষ্ট পেয়েছেন অনুষ্কা। কারণ একটার পর একটা ধর্ষণের ঘটনা সামনে এসেছে এই কয়েকবছরে। তিনি লিখেছেন, "এটা তো একটা আন্তর্জাতিক মহামারীতে পরিণত হয়েছে। ভারতবর্ষ আর মহিলাদের দেশ নেই। আমার রাগ হয়। আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমি বুঝতে পারি না আমার কী করা উচিত। আমার চিৎকার করতে ইচ্ছে করে, কিন্তু আমি কোনও আওয়াজ করতে পারি না। কারণ কোনও কিছুই পরিবর্তিত হবে না। আর প্রতিদিন প্রতি মিনিটে মহিলারা ধর্ষিত হবেন।"

  • This is a global epidemic. And India in particular is no country for women. And I’m enraged. And I’m numb. And I don’t know what to keep doing. I want to scream and yet for once I feel voiceless. Because nothing fucking changes and women are being raped every minute every day

    — Anoushka Shankar (@ShankarAnoushka) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

ভারতবর্ষ আর মহিলাদের দেশ নয় : অনুষ্কা শঙ্কর



তেলাঙ্গানায় মহিলা ডাক্তারের খুন ও ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে। বিভিন্ন মহল থেকে নামী-অনামী সমস্ত ব্যক্তিত্বরা তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এই বিষয়ে। রবিশঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর জানালেন তাঁর মত। বললেন ভারতবর্ষ আর মহিলাদের দেশ নয়।



মুম্বই : ধর্ষণ এখন একটি আন্তর্জাতিক মহামারীতে পরিণত হয়েছে, মনে করছেন অনুষ্কা। টুইটারে একাধিক পোস্টের মাধ্যমে তিনি তাঁর যন্ত্রণা ব্যক্ত করেছেন। আজ নয়, 2012 সালে জ্যোতি সিং পাণ্ডের ধর্ষণ ও খুনের ঘটনাই বদলে দেয় অনুষ্কার জীবন। সেই থেকে আজ অবধি তিনি কষ্ট পেয়ে যাচ্ছেন, কেঁদে যাচ্ছেন।



অনুষ্কা লিখেছেন, "সাত বছর আগে জ্যোতি সিং পাণ্ডের উপর হওয়া ধর্ষণ ও খুনের ঘটনা আমার জীবন বদলে দেয়। 2004 সালে সুনামি যেমন পৃথিবীর অক্ষ পরিবর্তন করে দিয়েছিল, জ্যোতির ঘটনাটা আমার মানসিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছিল। ওর শরীরে হওয়া আক্রমণ গুলো আমি নিজের শরীরে অনুভব করেছিলাম। আর আমার জীবনে হওয়া যৌন হেনস্থার ঘটনা আমি সবার সামনে তুলে ধরেছিলাম।"



সেদিন থেকে আজ অবধি বারে বারে কষ্ট পেয়েছেন অনুষ্কা। কারণ একটার পর একটা ধর্ষণের ঘটনা সামনে এসেছে এই কয়েকবছরে। তিনি লিখেছেন, "এটা তো একটা আন্তর্জাতিক মহামারীতে পরিণত হয়েছে। ভারতবর্ষ আর মহিলাদের দেশ নেই। আমার রাগ হয়। আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমি বুঝতে পারি না আমার কী করা উচিত। আমার চিৎকার করতে ইচ্ছে করে, কিন্তু আমি কোনও আওয়াজ করতে পারি না। কারণ কোনও কিছুই পরিবর্তিত হবে না। আর প্রতিদিন প্রতি মিনিটে মহিলারা ধর্ষিত হবেন।"




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.