ETV Bharat / sitara

'সোনার কেল্লা'-র প্রযোজক আরবাজ় ! ক্ষমা চাইল আইএফএফআই

টুইট করে আইএফএফআই-এর তরফে লেখা হয়, "আইএফএফআই-এর ফিল্ম গাইডে সোনার কেল্লা ছবি নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি । এটা একেবারেই অনিচ্ছাকৃত আর আমরা ভুল শুধরে নিয়েছি । এই সমস্যার জন্য আমরা খুবই দুঃখিত ।"

author img

By

Published : Jan 17, 2021, 5:16 PM IST

asd
asd

গোয়া : সত্যজিৎ রায় পরিচালিত 'সোনার কেল্লা'-র প্রযোজনা করেছেন আরবাজ় খান, মালাইকা অরোরা ও ধিলিন মেহতা ! এমনই তথ্যই লেখা হয়েছিল 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার (আইএফএফআই) অফিসিয়াল ওয়েব সাইটে । এমনকী, 'সোনার কেল্লা'-র প্লটের মধ্যে ঢুকে পড়ে চুলবুল পান্ডেও । অফিসিয়াল ওয়েব সাইটে এই ধরনের ভুল চোখ এড়াল না নেটিজ়েনদের । পরে অবশ্য এই ভুল শুধরে টুইটারে ক্ষমা চাওয়া হয় আইএফএফআই কর্তৃপক্ষের তরফে ।

কোরোনা পরিস্থিতির জেরে দু'মাস পিছিয়ে শনিবার থেকে শুরু হয়েছে আইএফএফআই । চলবে 24 জানুয়ারি পর্যন্ত । এবছর সত্যজিৎ রায়কে বিশেষ সম্মান জানানো হচ্ছে এই উৎসবে । আর সেই কারণে অস্কারজয়ী এই পরিচালকের পাঁচটি ছবি দেখানো হবে । তার মধ্যে রয়েছে 'সোনার কেল্লা', 'পথের পাঁচালি', 'চারুলতা', 'শতরঞ্জ কে খিলাড়ি' ও 'ঘরে বাইরে'। আর সেখানেই ভুল করে উৎসবের অফিসিয়াল ওয়েব সাইটে 'সোনার কেল্লা'-র সারসংক্ষেপের জায়গাতে ভুল করে লেখা হল সলমান খানের 'দাবাং' ছবির প্লট । যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় সোশাল মিডিয়ায় । ভাইরাল হয়ে যায় ওই স্ক্রিন শট ।

সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজ়ের 'সোনার কেল্লা' উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি । যা মুক্তি পেয়েছিল 1974-এ । অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, কুশল চক্রবর্তীসহ আরও অনেকে ।

আর উৎসবের অফিসিয়াল ওয়েব সাইটে এই ছবির বিবরণে লেখা ছিল, ছবিটি প্রযোজনা করেছেন আরবাজ় খান, মালাইকা অরোরা ও ধিলিন মেহতা । অন্যদিকে ছবির কাহিনির বিবরণে বলা হয়, "এটি দাবাং পুলিশ অফিসার চুলবুল পান্ডের কাহিনি, যে নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত । সৎ বাবা ও ভাই মাক্ষী পান্ডের সঙ্গে তার তিক্ত সম্পর্ক । তবে চুলবুলের জীবন পালটে যায় যখন এক দুর্নীতিপরায়ণ নেতার মুখোমুখি হয় সে ।" 2010 সালে মুক্তি পায় সলমান খান অভিনীত এই ছবি । বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল ছবিটি । এদিকে 'সোনার কেল্লা' ছবির নিচে একথা লেখা থাকায় বিতর্কের মুখে পড়েন উৎসব কর্তৃপক্ষ ।

  • We would like to apologise for the incorrect information of the film "Sonar Kella" mentioned in the IFFI Film Guide. It was inadvertent and the same has been duly rectified. Inconvenience caused is deeply regretted.

    — International Film Festival of India (@IFFIGoa) January 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর ভুল বুঝতে পেরে টুইটারে ক্ষমা চেয়ে নেয় তারা । টুইট করে লেখে, "আইএফএফআই-এর ফিল্ম গাইডে সোনার কেল্লা ছবি নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি । এটা একেবারেই অনিচ্ছাকৃত আর আমরা ভুল শুধরে নিয়েছি । এই সমস্যার জন্য আমরা খুবই দুঃখিত ।"

তবে উৎসব কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হলেও ততক্ষণে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই স্ক্রিন শট । সৃজিত মুখার্জির চোখ এড়ায়নি সেই স্ক্রিন শট । নিজের টুইটারে তা শেয়ার করেন তিনি । এরপর লেখেন, "থাপ্পড় সে ডর নেহি লগতা হ্যায় সাহাব, ফেলু মিত্তির সে লাগতা হ্যায়- মন্দার বোস"।

গোয়া : সত্যজিৎ রায় পরিচালিত 'সোনার কেল্লা'-র প্রযোজনা করেছেন আরবাজ় খান, মালাইকা অরোরা ও ধিলিন মেহতা ! এমনই তথ্যই লেখা হয়েছিল 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার (আইএফএফআই) অফিসিয়াল ওয়েব সাইটে । এমনকী, 'সোনার কেল্লা'-র প্লটের মধ্যে ঢুকে পড়ে চুলবুল পান্ডেও । অফিসিয়াল ওয়েব সাইটে এই ধরনের ভুল চোখ এড়াল না নেটিজ়েনদের । পরে অবশ্য এই ভুল শুধরে টুইটারে ক্ষমা চাওয়া হয় আইএফএফআই কর্তৃপক্ষের তরফে ।

কোরোনা পরিস্থিতির জেরে দু'মাস পিছিয়ে শনিবার থেকে শুরু হয়েছে আইএফএফআই । চলবে 24 জানুয়ারি পর্যন্ত । এবছর সত্যজিৎ রায়কে বিশেষ সম্মান জানানো হচ্ছে এই উৎসবে । আর সেই কারণে অস্কারজয়ী এই পরিচালকের পাঁচটি ছবি দেখানো হবে । তার মধ্যে রয়েছে 'সোনার কেল্লা', 'পথের পাঁচালি', 'চারুলতা', 'শতরঞ্জ কে খিলাড়ি' ও 'ঘরে বাইরে'। আর সেখানেই ভুল করে উৎসবের অফিসিয়াল ওয়েব সাইটে 'সোনার কেল্লা'-র সারসংক্ষেপের জায়গাতে ভুল করে লেখা হল সলমান খানের 'দাবাং' ছবির প্লট । যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় সোশাল মিডিয়ায় । ভাইরাল হয়ে যায় ওই স্ক্রিন শট ।

সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজ়ের 'সোনার কেল্লা' উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি । যা মুক্তি পেয়েছিল 1974-এ । অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, কুশল চক্রবর্তীসহ আরও অনেকে ।

আর উৎসবের অফিসিয়াল ওয়েব সাইটে এই ছবির বিবরণে লেখা ছিল, ছবিটি প্রযোজনা করেছেন আরবাজ় খান, মালাইকা অরোরা ও ধিলিন মেহতা । অন্যদিকে ছবির কাহিনির বিবরণে বলা হয়, "এটি দাবাং পুলিশ অফিসার চুলবুল পান্ডের কাহিনি, যে নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত । সৎ বাবা ও ভাই মাক্ষী পান্ডের সঙ্গে তার তিক্ত সম্পর্ক । তবে চুলবুলের জীবন পালটে যায় যখন এক দুর্নীতিপরায়ণ নেতার মুখোমুখি হয় সে ।" 2010 সালে মুক্তি পায় সলমান খান অভিনীত এই ছবি । বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল ছবিটি । এদিকে 'সোনার কেল্লা' ছবির নিচে একথা লেখা থাকায় বিতর্কের মুখে পড়েন উৎসব কর্তৃপক্ষ ।

  • We would like to apologise for the incorrect information of the film "Sonar Kella" mentioned in the IFFI Film Guide. It was inadvertent and the same has been duly rectified. Inconvenience caused is deeply regretted.

    — International Film Festival of India (@IFFIGoa) January 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর ভুল বুঝতে পেরে টুইটারে ক্ষমা চেয়ে নেয় তারা । টুইট করে লেখে, "আইএফএফআই-এর ফিল্ম গাইডে সোনার কেল্লা ছবি নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি । এটা একেবারেই অনিচ্ছাকৃত আর আমরা ভুল শুধরে নিয়েছি । এই সমস্যার জন্য আমরা খুবই দুঃখিত ।"

তবে উৎসব কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হলেও ততক্ষণে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই স্ক্রিন শট । সৃজিত মুখার্জির চোখ এড়ায়নি সেই স্ক্রিন শট । নিজের টুইটারে তা শেয়ার করেন তিনি । এরপর লেখেন, "থাপ্পড় সে ডর নেহি লগতা হ্যায় সাহাব, ফেলু মিত্তির সে লাগতা হ্যায়- মন্দার বোস"।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.