হায়দরাবাদ : সোনু সুদের অনুপ্রেরণায় হায়দরাবাদে একটি খাবারের দোকান বসিয়েছিলেন অনিল নামে এক ব্যক্তি । টুইটারে সেই দোকানের ছবিও শেয়ার করেছিলেন অনিল । সাধ করে দোকানের নাম দেন 'সোনু সুদ ফাস্ট ফুড স্টল' । এটা জানতে পেরে হায়দরাবাদ এসে একবার দোকানটিতে ঢুঁ মেরে গেলেন সোনু ।
অনিলের তো আনন্দের শেষ নেই । তিনি স্বপ্নেও ভাবতে পারেননি এমন কিছু হতে পারে । ANI-কে অনিল বলেন, "ওঁর সমাজসেবা দেখে আমি অনুপ্রাণিত, মুগ্ধ । তাই আজ সোনু সুদ ফাস্ট ফুড স্টল তৈরি করেছি ।"
সোনু শুধু ঢুঁ মারলেন তা নয়, জমিয়ে এগ ফ্রায়েড রাইস আর মাঞ্চুরিয়ানও খেলেন অনিলের ফুড স্টলে । অভিনেতা বললেন, "আমি সোশাল মিডিয়ায় অনিলের দোকানের কথা শুনেছি । তাই মনে হল ওঁর খাবারের স্বাদ চেখে আসি একবার । আজ সেই সুযোগটা এল ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সোনুর নামে হায়দরাবাদের সিদ্দিপেটে তৈরি হয়েছে একটি মন্দিরও । জানতে পেরে সোনু আপ্লুত । তবে অভিনেতার মতে এতটা ভালোবাসা, শ্রদ্ধা তাঁর প্রাপ্য নয় । সেকথা আর কে শুনছে ? লকডাউন ও তার পরবর্তী সময়ে সোনু যেভাবে অসহায়দের সাহায্য করেছেন, তা কোনওভাবেই ভুলতে চায় না কোটি কোটি দেশবাসী ।