ETV Bharat / sitara

কেউ সত্যিটা বলছে না, সুশান্তের মৃত্যু নিয়ে বললেন হৃত্বিকের মা - sushant singh rajput

সম্প্রতি ইনস্টাগ্রামে সুশান্তের একটি ছবি পোস্ট করেন হৃত্বিক রোশনে মা পিঙ্কি । আর পরবর্তী পোস্টে লেখেন, "সবাই সত্যিটা জানতে চায়, কিন্তু কেউ সত্যি কথাটা বলছে না । #প্রেয়ারইজ়পাওয়ারফুল"

asd
asd
author img

By

Published : Oct 22, 2020, 5:01 PM IST

Updated : Oct 22, 2020, 5:09 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস । কিন্তু, তাঁর মৃত্যুর কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি । ঘটনার তদন্ত করছে CBI । এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গিয়েছে বলিউডের অন্দরমহল । বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে একাধিক তারকার বিরুদ্ধে । আর এবার এই বিষয়ে মুখ খুললেন হৃত্বিক রোশনে মা পিঙ্কি রোশন ।

সম্প্রতি ইনস্টাগ্রামে সুশান্তের একটি ছবি পোস্ট করেন তিনি । আর পরবর্তী পোস্টে লেখেন, "সবাই সত্যিটা জানতে চায়, কিন্তু কেউ সত্যি কথাটা বলছে না । #প্রেয়ারইজ়পাওয়ারফুল"।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ । এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । তোলপাড় হয়ে গিয়েছিল বলিউডের অন্দরমহল । প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তিনি । এদিকে তাঁর পরিবারের সদস্যরা এই ঘটনার জন্য কাঠগড়ায় দাঁড় করেছিলেন বান্ধবী রিয়া চক্রবর্তীকে । তাঁদের দাবি, খুন করা হয়েছে সুশান্তকে । তারপর একাধিক জলঘোলা হয়েছে এই ঘটনার তদন্তের সময় । তদন্তের সময় মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় রিয়া, তাঁর ভাই সৌভিক সহ বেশ কয়েকজনকে । এখন অবশ্য জামিনে ছাড়া পেয়েছেন রিয়া ।

তারই মধ্যে আবার ভিসেরা ও ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে সুশান্তের মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ করে দেয় AIIMS । যদিও AIIMS দাবি মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা । এখনও পর্যন্ত এই ঘটনার তদন্ত জারি রেখেছে CBI । সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁর পরিবার ও অনুরাগীরা ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস । কিন্তু, তাঁর মৃত্যুর কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি । ঘটনার তদন্ত করছে CBI । এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গিয়েছে বলিউডের অন্দরমহল । বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে একাধিক তারকার বিরুদ্ধে । আর এবার এই বিষয়ে মুখ খুললেন হৃত্বিক রোশনে মা পিঙ্কি রোশন ।

সম্প্রতি ইনস্টাগ্রামে সুশান্তের একটি ছবি পোস্ট করেন তিনি । আর পরবর্তী পোস্টে লেখেন, "সবাই সত্যিটা জানতে চায়, কিন্তু কেউ সত্যি কথাটা বলছে না । #প্রেয়ারইজ়পাওয়ারফুল"।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ । এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । তোলপাড় হয়ে গিয়েছিল বলিউডের অন্দরমহল । প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তিনি । এদিকে তাঁর পরিবারের সদস্যরা এই ঘটনার জন্য কাঠগড়ায় দাঁড় করেছিলেন বান্ধবী রিয়া চক্রবর্তীকে । তাঁদের দাবি, খুন করা হয়েছে সুশান্তকে । তারপর একাধিক জলঘোলা হয়েছে এই ঘটনার তদন্তের সময় । তদন্তের সময় মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয় রিয়া, তাঁর ভাই সৌভিক সহ বেশ কয়েকজনকে । এখন অবশ্য জামিনে ছাড়া পেয়েছেন রিয়া ।

তারই মধ্যে আবার ভিসেরা ও ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে সুশান্তের মৃত্যুতে খুনের তত্ত্ব খারিজ করে দেয় AIIMS । যদিও AIIMS দাবি মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা । এখনও পর্যন্ত এই ঘটনার তদন্ত জারি রেখেছে CBI । সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁর পরিবার ও অনুরাগীরা ।

Last Updated : Oct 22, 2020, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.