ETV Bharat / sitara

হলিউডে ঝুঁকছেন হৃতিক ? - হৃতিক রোশন

বেশ কয়েকজন ভারতীয় অভিনেতা হলিউডে নিজের লাক ট্রাই করার পর এবার হৃতিক রোশনও ঝুঁকছেন হলিউডে । একটি US বেসড ট্যালেন্ড এজেন্সির সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা ।

Hrithik Roshan in Hollywood
Hrithik Roshan in Hollywood
author img

By

Published : Feb 29, 2020, 1:07 PM IST

লস অ্যাঞ্জেলস : হৃতিকের ক্যারিয়ারে পরবর্তী পদক্ষেপ হতে পারে হলিউড । কারণ US বেসড জার্শ ট্যালেন্ট এজেন্সির সঙ্গে যোগ দিয়েছেন অভিনতা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই এজেন্সি হৃতিককে হলিউডে রিপ্রেজ়েন্ট করবে । অভিনেতার ম্য়ানেজার অমৃতা সেনও খবরটি কনফার্ম করেছেন । এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অমৃতা শেয়ার করেন যে, হৃতিক এবার নিজেকে গ্লোবালি দেখতে চায় ।

Hrithik Roshan in Hollywood
ঝড়ের আগে...

তিনি বলেন, "ক্যারিয়ারের প্রথম 20 বছরে হৃতিক ভারতীয় সিনেমাকে নতুন পরিভাষা দিতে চেয়েছে । নতুন নতুন কনসেপ্ট, সফিস্টিকেটেড স্টোরিটেলিংয়ের মাধ্য়মে ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে হৃতিক । গ্লোবাল সিনেমায় এখন যেভাবে সারা পৃথিবীর গল্পকে তুলে ধরা হচ্ছে, সেটা নিয়ে ও খুব এক্সাইটেড ।"

ভারতীয় সংস্কৃতি ও প্রতিভাকে বিশ্বায়নের সাহায্যে সারা পৃথিবীর দরবারে তুলে ধরাই হবে হৃতিকের উদ্দেশ্য, জানালেন অমৃতা ।

হৃতিককে শেষ দেখা গেছিল 'ওয়ার' ছবিতে, যেটি 2019 সালে বলিউডের সর্বোচ্চ ব্লকবাস্টার । এছাড়া এশিয়ার সবচেয়ে সেক্সিয়েস্ট ম্য়ান তকমাও পেয়েছেন হৃতিক । আর এবার এই আন্তর্জাতিক প্রোজেক্টের সম্ভাবনা । সব মিলিয়ে বেশ ভালোই জমে উঠেছে অভিনেতার ক্যারিয়ার ।

লস অ্যাঞ্জেলস : হৃতিকের ক্যারিয়ারে পরবর্তী পদক্ষেপ হতে পারে হলিউড । কারণ US বেসড জার্শ ট্যালেন্ট এজেন্সির সঙ্গে যোগ দিয়েছেন অভিনতা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই এজেন্সি হৃতিককে হলিউডে রিপ্রেজ়েন্ট করবে । অভিনেতার ম্য়ানেজার অমৃতা সেনও খবরটি কনফার্ম করেছেন । এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অমৃতা শেয়ার করেন যে, হৃতিক এবার নিজেকে গ্লোবালি দেখতে চায় ।

Hrithik Roshan in Hollywood
ঝড়ের আগে...

তিনি বলেন, "ক্যারিয়ারের প্রথম 20 বছরে হৃতিক ভারতীয় সিনেমাকে নতুন পরিভাষা দিতে চেয়েছে । নতুন নতুন কনসেপ্ট, সফিস্টিকেটেড স্টোরিটেলিংয়ের মাধ্য়মে ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে হৃতিক । গ্লোবাল সিনেমায় এখন যেভাবে সারা পৃথিবীর গল্পকে তুলে ধরা হচ্ছে, সেটা নিয়ে ও খুব এক্সাইটেড ।"

ভারতীয় সংস্কৃতি ও প্রতিভাকে বিশ্বায়নের সাহায্যে সারা পৃথিবীর দরবারে তুলে ধরাই হবে হৃতিকের উদ্দেশ্য, জানালেন অমৃতা ।

হৃতিককে শেষ দেখা গেছিল 'ওয়ার' ছবিতে, যেটি 2019 সালে বলিউডের সর্বোচ্চ ব্লকবাস্টার । এছাড়া এশিয়ার সবচেয়ে সেক্সিয়েস্ট ম্য়ান তকমাও পেয়েছেন হৃতিক । আর এবার এই আন্তর্জাতিক প্রোজেক্টের সম্ভাবনা । সব মিলিয়ে বেশ ভালোই জমে উঠেছে অভিনেতার ক্যারিয়ার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.