মুম্বই : যে কোনও অনুষ্ঠানেই বরাবর বোল্ড পোশাক পরতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে । অনুষ্ঠানে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাঁর পোশাক । আর সেই সব পোশাকে অনায়াসেই রেড কার্পেট মাতাতে দেখা যায় তাঁকে । যদিও মিস ওয়ার্ল্ডের মঞ্চে একবার পোশাক নিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি ।
বেশ কয়েক বছর আগেই বলিউডের গন্ডি ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা । সেখানে একের পর এক প্রোজেক্টে কাজ করছেন তিনি । বলিউডের পাশাপাশি সেখানকার মানুষেরও মন জয় করে নিয়েছেন দেশি গার্ল । আর তাঁর পোশাক ও স্টাইলিং নিয়ে সুদূর পাশ্চাত্যেও রীতিমতো চর্চা করা হয় । তবে পোশাক নিয়ে এখনও পর্যন্ত দু'বার অস্বস্তিতে পড়েছিলেন তিনি ।
2000 সাল । মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে নিয়েছিলেন প্রিয়াঙ্কা । কিন্তু, সেই মঞ্চে পোশাক নিয়ে বেজায় সমস্যায় পড়েছিলেন তিনি । এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "2000 সালে আমি মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলাম । ওই অনুষ্ঠানে যে পোশাক পরেছিলাম তা আমার গায়ে লাগানো ছিল । কিন্তু, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুব ঘামছিলাম । আর তার জেরে সেই আঠা খুলে যাচ্ছিল । তাই হাঁটার সময় বা কিছু নেওয়ার সময় নমস্কারের মতো ভঙ্গী করে দু’হাত এক করে রেখেছিলাম ৷ তার মাধ্যমে কোনওরকমে পোশাকটিকে কায়দা করে ধরে রেখেছিলাম । খুবই সমস্যায় পড়েছিলাম !"
এরপর 2018 সালে মিট গালাতেও পোশাক নিয়ে সমস্যায় পড়েছিলেন প্রিয়াঙ্কা । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমার দ্বিতীয় মিট গালার অনুষ্ঠানে রালফ লরেনের লাল পোশাক পরেছিলাম । কিন্তু, সেই পোশাক পরে ঠিক করে শ্বাস নিতে পারছিলাম না । মনে হচ্ছিল পাঁজরটাই বেঁকে যাবে । ডিনারের সময় যখন বসেছিলাম খুব সমস্যা হচ্ছিল । সেইদিন রাতে খুব বেশি কিছু খেতেও পারিনি ।"