মুম্বই : 'হাউজ়ফুল' ফ্র্যাঞ্চাইজ়ির প্রতিটা ভাগেই রয়েছে বিশাল কাস্টিং । অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ প্রতিটি ভাগেই কমন । বাকি চরিত্ররা বদলেছে এক একটি ভাগে । শোনা যাচ্ছে এই প্রতিটি চরিত্রকে একসঙ্গে করে মুক্তি পাবে 'হাউজ়ফুল 5' ।
এই খবর যদি সত্যি হয় তাহলে অক্ষয় আর রীতেশের সঙ্গে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্ডেজ়, কৃতি স্যানন, ববি দেওল সহ আরও অনেকে থাকবেন একই ছবিতে । এত বড় কাস্টিং নিয়ে বলিউডে কোন ছবি হয়েছে বলা মুশকিল ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা নাকি তাঁর টিমের সঙ্গে ইতিমধ্যেই স্ক্রিপ্টের কাজ শুরু করে দিয়েছেন । IMAX ফরম্যাটে শুটিং হতে পারে 'হাউজ়ফুল 5'-এর । এর আগে 'বাহুবলী' ও 'পদ্মাবত'-এর মতো বিশাল ক্যানভাসের ছবি এই ফরম্যাটে শুট করা হয়েছে ।
অক্ষয় কয়েকদিন আগে একটি পোস্ট করেছিলেন টুইটারে । সেখানে অক্ষয় আর রীতেশের সঙ্গে কৃতি, জ্যাকলিন, অভিষেক, ববি সবাইকে দেখা গেছে । আর তার ফলেই জল্পনা আরও বেড়েছে ।
দেখে নিন সেই টুইট...
-
Last night was a #HouseFull of fun with friends from Housefull 1, 2, 3 and 4 🕺Gearing up for 5? I don’t know 😜😂 @juniorbachchan @Riteishd @kritisanon @thedeol @Asli_Jacqueline @kriti_official @WardaNadiadwala @ChunkyThePanday @hegdepooja @farhad_samji #SajidNadiadwala pic.twitter.com/04ifLcsxzy
— Akshay Kumar (@akshaykumar) November 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Last night was a #HouseFull of fun with friends from Housefull 1, 2, 3 and 4 🕺Gearing up for 5? I don’t know 😜😂 @juniorbachchan @Riteishd @kritisanon @thedeol @Asli_Jacqueline @kriti_official @WardaNadiadwala @ChunkyThePanday @hegdepooja @farhad_samji #SajidNadiadwala pic.twitter.com/04ifLcsxzy
— Akshay Kumar (@akshaykumar) November 25, 2019Last night was a #HouseFull of fun with friends from Housefull 1, 2, 3 and 4 🕺Gearing up for 5? I don’t know 😜😂 @juniorbachchan @Riteishd @kritisanon @thedeol @Asli_Jacqueline @kriti_official @WardaNadiadwala @ChunkyThePanday @hegdepooja @farhad_samji #SajidNadiadwala pic.twitter.com/04ifLcsxzy
— Akshay Kumar (@akshaykumar) November 25, 2019