মুম্বই : ট্রেনের মধ্যেই 'হাউজ়ফুল ৪'-এর প্রোমোশন সারলেন অক্ষয় কুমার । ট্রেনে করে যাওয়ার একটি ফোটো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ।
ফারহাদ সামজি পরিচালিত 'হাউজ়ফুল 4' মুক্তি পাবে 25 অক্টোবর । তার আগে জমিয়ে চলছে ছবির প্রোমোশন। সারা দেশজুড়ে সহজে ছবির প্রোমোশন করতে প্রচারে নামল ভারতীয় রেল ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'প্রোমোশন অন হুইলস' নামের এই স্কিমে একটি ট্রেন বুক করা হবে ফিল্ম নির্মাতাদের পক্ষ থেকে। সেই ট্রেনে থাকবে ছবির কলাকুশলী ও মিডিয়া । এবার ট্রেনটি একটি নির্দিষ্ট শহর থেকে আর একটি শহরে পাড়ি দেবে । আর এভাবেই চলবে ছবির প্রোমোশন। ভারতীয় রেলের তরফ থেকেই যোগাযোগ করা হয়েছে ভারতের বড় বড় প্রযোজনা সংস্থাগুলোর কাছে। তার মধ্যেই পড়েছে সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা সংস্থা, যারা 'হাউজ়ফুল 4'-এর প্রযোজনার দায়িত্বে রয়েছে।
আজ প্রথমবার ট্রেনের মধ্যে ছবির প্রোমোশন করে টিম 'হাউজ়ফুল 4' । মুম্বই থেকে দিল্লি যাবে ট্রেনটি । আগামীকাল দিল্লি পৌঁছবে ট্রেন ।
আজ দুপুরের দিকে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অক্ষয় । তাতে জানা গিয়েছিল যে ছবির শুটিং ট্রেনে সারবেন তাঁরা । এরপর বিকেলের দিকে ট্রেনে সওয়ার হয়েছিলেন কলাকুশলীরা । প্রচারের সময় ট্রেনের মধ্যেই 'বালা চ্যালেঞ্জে' মেতে ওঠেন তাঁরা । ইস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেন অক্ষয় ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
25 অক্টোবর মুক্তি পাবে 'হাউজ়ফুল 4'।