ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুর মধ্যে দিয়ে নতুন বিপ্লব শুরু হয়েছে : কুমার শানু

author img

By

Published : Jun 25, 2020, 10:00 AM IST

সুশান্ত সিং রাজপুত যে আত্মহত্যা করেছেন তা এখনও বিশ্বাস করতে পারেন না গায়ক কুমার শানু । অভিনেতার মৃত্যু এখনও কাঁদায় তাঁকে । তাঁর মতে, এই মৃত্যুর মধ্যে দিয়ে একটা বিপ্লব শুরু হয়েছে ।

ে্ি
ে্ি

মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । তাঁর এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি পরিবারের সদস্য সহ একাধিক তারকা । শোকপ্রকাশ করেছেন সবাই । এই ঘটনা এখনও বিশ্বাস করতে পারেন না গায়ক কুমার শানুও । অভিনেতার মৃত্যু এখনও কাঁদায় তাঁকে । তাঁর মতে, এই মৃত্যুর মধ্যে দিয়ে একটা বিপ্লব শুরু হয়েছে । এমনকী, তিনি মনে করেন শুধুমাত্র সুশান্তের জন্যই সমান পরিমাণ কাজ পাবে পরবর্তী প্রজন্ম ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন কুমার শানু । ভিডিয়োর শুরুতে তিনি বলেন, "সুশান্ত সিং রাজপুত যে আত্মহত্যা করেছেন এটা এখনও আমি বিশ্বাস করতে পারছি না । আমি যতদূর শুনেছি উনি একজন পজ়িটিভ মানুষ ছিলেন । একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি উনি খুব ভালো মনেরও মানুষ ছিলেন । খুব কম সময় অনেক ভালো কাজ করেছেন । হিট হয়েছে তাঁর একাধিক ছবি । যার মাধ্যমে বলিউডে নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন । উনি আমার সন্তানের বয়সি ছিলেন । এত কম বয়সেই একাধিক ভালো ছবির মাধ্যমে আমাদের আনন্দ দিয়েছেন । তাঁর আত্মার শান্তি কামনা করি ।"

এরপর নেপোটিজ়ম সম্পর্কে তিনি তিনি বলেন, "সুশান্তের মৃত্যুর মধ্যে দিয়ে একটা নতুন বিপ্লব শুরু হয়েছে । নেপোটিজ়ম সব জায়গাতেই রয়েছে । কিন্তু, বলিউডে এর আধিক্য একটু বেশি । যাঁরা ছবি তৈরি করেন ও শীর্ষস্থানে বসে থাকেন তাঁরাই ঠিক করেন যে কার ক্যারিয়ার গড়তে হবে । আর কাকে দূরে সরিয়ে দিতে হবে । তবে দর্শকরা শিল্পীকে তৈরি করেন, আমাদের তৈরি করেন । তাই সেখানে দর্শকরাই একমাত্র ঠিক করতে পারেন যে কাকে বেছে নেওয়া হবে আর কাকে বাছবেন না ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অভিনয়ের জগতে পা রাখার ইচ্ছে অনেকেরই । আর সেই ইচ্ছেডানার উপর ভর করে মুম্বইতে পা রাখেন তাঁরা । কারও স্বপ্ন সত্যি হয় । আবার কারও ভঙ্গ হয় । আর স্বপ্ন ভঙ্গ হওয়ার ফলে মনে আসে অবসাদ । সেখান থেকেই আত্মহত্যার মতো পদক্ষেপও করেন কেউ কেউ । তাই যাঁদের পরিবারের সঙ্গে অভিনয়ের জগতের কারও কোনও যোগাযোগ নেই তাঁদেরকে এই ভিডিয়োতে একটি পরামর্শ দিয়েছেন কুমার শানু । বলেন, "যাঁরা সিনেমা, মিউজ়িক ও এই জগতের সঙ্গে যুক্ত অন্য কোনও পেশায় আসতে চান, তাঁরা সবার আগে একটা চাকরি শুরু করুন । তারপর নিজের লড়াই শুরু করবেন । আর সেই চাকরির জোরে দেখবেন আপনার কখনও খাওয়া-থাকার অভাব হবে না ।"

সব শেষে তিনি বলেন, "আমার মনে হয় পরবর্তী প্রজন্ম সমান পরিমাণ কাজ পাবে শুধুমাত্র সুশান্তের জন্য । এখন সুশান্ত নেই । কিন্তু, তিনি অমর হতে থাকবেন । ভগবান তাঁকে শান্তি দিক ।"

মুম্বই : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । তাঁর এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি পরিবারের সদস্য সহ একাধিক তারকা । শোকপ্রকাশ করেছেন সবাই । এই ঘটনা এখনও বিশ্বাস করতে পারেন না গায়ক কুমার শানুও । অভিনেতার মৃত্যু এখনও কাঁদায় তাঁকে । তাঁর মতে, এই মৃত্যুর মধ্যে দিয়ে একটা বিপ্লব শুরু হয়েছে । এমনকী, তিনি মনে করেন শুধুমাত্র সুশান্তের জন্যই সমান পরিমাণ কাজ পাবে পরবর্তী প্রজন্ম ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন কুমার শানু । ভিডিয়োর শুরুতে তিনি বলেন, "সুশান্ত সিং রাজপুত যে আত্মহত্যা করেছেন এটা এখনও আমি বিশ্বাস করতে পারছি না । আমি যতদূর শুনেছি উনি একজন পজ়িটিভ মানুষ ছিলেন । একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি উনি খুব ভালো মনেরও মানুষ ছিলেন । খুব কম সময় অনেক ভালো কাজ করেছেন । হিট হয়েছে তাঁর একাধিক ছবি । যার মাধ্যমে বলিউডে নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন । উনি আমার সন্তানের বয়সি ছিলেন । এত কম বয়সেই একাধিক ভালো ছবির মাধ্যমে আমাদের আনন্দ দিয়েছেন । তাঁর আত্মার শান্তি কামনা করি ।"

এরপর নেপোটিজ়ম সম্পর্কে তিনি তিনি বলেন, "সুশান্তের মৃত্যুর মধ্যে দিয়ে একটা নতুন বিপ্লব শুরু হয়েছে । নেপোটিজ়ম সব জায়গাতেই রয়েছে । কিন্তু, বলিউডে এর আধিক্য একটু বেশি । যাঁরা ছবি তৈরি করেন ও শীর্ষস্থানে বসে থাকেন তাঁরাই ঠিক করেন যে কার ক্যারিয়ার গড়তে হবে । আর কাকে দূরে সরিয়ে দিতে হবে । তবে দর্শকরা শিল্পীকে তৈরি করেন, আমাদের তৈরি করেন । তাই সেখানে দর্শকরাই একমাত্র ঠিক করতে পারেন যে কাকে বেছে নেওয়া হবে আর কাকে বাছবেন না ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অভিনয়ের জগতে পা রাখার ইচ্ছে অনেকেরই । আর সেই ইচ্ছেডানার উপর ভর করে মুম্বইতে পা রাখেন তাঁরা । কারও স্বপ্ন সত্যি হয় । আবার কারও ভঙ্গ হয় । আর স্বপ্ন ভঙ্গ হওয়ার ফলে মনে আসে অবসাদ । সেখান থেকেই আত্মহত্যার মতো পদক্ষেপও করেন কেউ কেউ । তাই যাঁদের পরিবারের সঙ্গে অভিনয়ের জগতের কারও কোনও যোগাযোগ নেই তাঁদেরকে এই ভিডিয়োতে একটি পরামর্শ দিয়েছেন কুমার শানু । বলেন, "যাঁরা সিনেমা, মিউজ়িক ও এই জগতের সঙ্গে যুক্ত অন্য কোনও পেশায় আসতে চান, তাঁরা সবার আগে একটা চাকরি শুরু করুন । তারপর নিজের লড়াই শুরু করবেন । আর সেই চাকরির জোরে দেখবেন আপনার কখনও খাওয়া-থাকার অভাব হবে না ।"

সব শেষে তিনি বলেন, "আমার মনে হয় পরবর্তী প্রজন্ম সমান পরিমাণ কাজ পাবে শুধুমাত্র সুশান্তের জন্য । এখন সুশান্ত নেই । কিন্তু, তিনি অমর হতে থাকবেন । ভগবান তাঁকে শান্তি দিক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.