মুম্বই : কালই মুক্তি পেয়েছে রাণু মণ্ডলের 'তেরি মেরি কাহানি'। সং লঞ্চ অনুষ্ঠানে এসে রাণুর প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন গানের পরিচালক হিমেশ রেশমিয়া।
রাণুকে তাঁর অভিজ্ঞতা জানতে চাওয়ায় তিনি ধন্যবাদ জানান ঈশ্বরকে, বলেন, "ঈশ্বর মহান। উনি আমায় এত ভালোবেসেছেন যে, আমি ভাষায় প্রকাশ করতে পারব না"। বলতে বলতেই পাশে তাকান রাণু। পাশে বসেছিলেন হিমেশ। রাণু বলেন, "ওঁর জন্যই আমার এখানে আসা। আর তাই ওঁর চোখে আজ খুশির অশ্রু।" হিমেশ তখন আটকানোর চেষ্টা করছেন তাঁর চোখের জল।
এরপর হিমেশ বলেন, "আমরা কেউই কিছু করি না। আমরা সবাই কাঠপুতুল। সব উপরওয়ালা করিয়ে নেন আমাদের দিয়ে। আমাদের পক্ষে যতটা করা সম্ভব আমরা করেছি। এবার আপনারাও এগিয়ে আসুন। কোনও প্রতিভা দেখলেই তাঁকে আরও উৎসাহ দিন।"
দেখে নিন সং লঞ্চের সেই বিশেষ মুহূর্ত...