ETV Bharat / sitara

রিপোর্ট নেগেটিভ আসার আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন হিমানী - Himani Shivpuri corona

একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে হিমানী বলেন, "আমার শরীর এখন আগের থেকে অনেকটাই ভালো । সেই কারণে চিকিৎসকরা এখন আমাকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছেন । 15 দিন কোয়ারানটিনে থাকার পর ফের পরীক্ষা হবে ।"

asd
asd
author img

By

Published : Sep 19, 2020, 6:58 PM IST

মুম্বই : কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের হলি স্পিরিট হাসপাতালে ভরতি হন হিমানী শিবপুরি । তবে এখনও তাঁর কোরোনা পরীক্ষার নেগেটিভ আসেনি । তা সত্ত্বেও হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল তাঁকে । 15 দিন তাঁকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।

এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে হিমানী বলেন, "আমার শরীর এখন আগের থেকে অনেকটাই ভালো । সেই কারণে চিকিৎসকরা এখন আমাকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছেন । 15 দিন কোয়ারানটিনে থাকার পর ফের পরীক্ষা হবে ।"

আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন হিমানী । সেখানে PPE পরা হাসপাতাল কর্মী ও চিকিৎসকদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর এই ছবি পোস্ট করেই হাসপাতাল কর্মী ও চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি । লেখেন, "কোরোনা যোদ্ধা ও হাসপাতাল কর্মীদের অনেক ধন্যবাদ । বাড়িতে কোয়ারানটিনে থাকব ।"

'হাম আপ কে হ্যায় কউন', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়'-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি । এছাড়াও কাজ করছেন একাধিক সিরিয়ালে।

মুম্বই : কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের হলি স্পিরিট হাসপাতালে ভরতি হন হিমানী শিবপুরি । তবে এখনও তাঁর কোরোনা পরীক্ষার নেগেটিভ আসেনি । তা সত্ত্বেও হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল তাঁকে । 15 দিন তাঁকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।

এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে হিমানী বলেন, "আমার শরীর এখন আগের থেকে অনেকটাই ভালো । সেই কারণে চিকিৎসকরা এখন আমাকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছেন । 15 দিন কোয়ারানটিনে থাকার পর ফের পরীক্ষা হবে ।"

আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন হিমানী । সেখানে PPE পরা হাসপাতাল কর্মী ও চিকিৎসকদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর এই ছবি পোস্ট করেই হাসপাতাল কর্মী ও চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি । লেখেন, "কোরোনা যোদ্ধা ও হাসপাতাল কর্মীদের অনেক ধন্যবাদ । বাড়িতে কোয়ারানটিনে থাকব ।"

'হাম আপ কে হ্যায় কউন', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়'-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি । এছাড়াও কাজ করছেন একাধিক সিরিয়ালে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.