ETV Bharat / sitara

'লাস্ট স্টোরিজ়'-এর পর ফের একসঙ্গে ভিকি আর কিয়ারা - কিয়ারা আদবানীর খবর

'লাস্ট স্টোরিজ়'-এর পর ভিকি কৌশল আর কিয়ারা আদবানী টক অফ দ্য টাউন হয়ে উঠেছিলেন । নতুন প্রজন্মের হট কেক কাপল ভিকি আর কিয়ারাকে নিয়ে তখন মাতামাতির শেষ ছিল না । এবার সেই জুটি ফের আসতে চলেছেন পরদায় ।

Vicky Kaushal with kiara advani
Vicky Kaushal with kiara advani
author img

By

Published : Feb 26, 2021, 2:17 PM IST

মুম্বই : শশাঙ্ক খৈতানের 'মিস্টার লেলে'-তে একসঙ্গে ভিকি আর কিয়ারা । এর আগে ছবিটি করার কথা ছিল বরুণ ধাওয়ান আর ভূমি পেদনেকরের । তবে ছবি যতক্ষণ না রিলিজ় করছে, ততক্ষণ কাস্টিং নিয়ে নিশ্চিত হওয়া যায় না ।

2021 সালের 1 জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল 'মিস্টার লেলে'-র । বিভিন্ন কারণেই ছবির শুটিংয়ের দেরি হচ্ছিল । তারপর এল অতিমারীর ঝটকা । ফের পিছিয়ে গেল প্রোডাকশন ।

এবার সব ঝামেলা মিটিয়ে ফের শুরু হচ্ছে 'মিস্টার লেলে'-র শুটিং । সম্প্রতি করণ জোহর প্রযোজিত 'তখত' বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা গেছে । সেই কারণেই এই ছবিটি শুরু করতে উঠে পড়ে লেগেছেন নির্মাতারা ।

মুম্বই : শশাঙ্ক খৈতানের 'মিস্টার লেলে'-তে একসঙ্গে ভিকি আর কিয়ারা । এর আগে ছবিটি করার কথা ছিল বরুণ ধাওয়ান আর ভূমি পেদনেকরের । তবে ছবি যতক্ষণ না রিলিজ় করছে, ততক্ষণ কাস্টিং নিয়ে নিশ্চিত হওয়া যায় না ।

2021 সালের 1 জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল 'মিস্টার লেলে'-র । বিভিন্ন কারণেই ছবির শুটিংয়ের দেরি হচ্ছিল । তারপর এল অতিমারীর ঝটকা । ফের পিছিয়ে গেল প্রোডাকশন ।

এবার সব ঝামেলা মিটিয়ে ফের শুরু হচ্ছে 'মিস্টার লেলে'-র শুটিং । সম্প্রতি করণ জোহর প্রযোজিত 'তখত' বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা গেছে । সেই কারণেই এই ছবিটি শুরু করতে উঠে পড়ে লেগেছেন নির্মাতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.