দিল্লি : 'ড্রিম গার্ল' লুক প্রকাশ্য়ে এনে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা । তাঁর এই রূপান্তরে অবাক সকলে । এবার একটি ভিডিয়োতে দেখা গেল তিনি কীভাবে নিজেকে এই রূপে নিয়ে এসেছিলেন । ভিডিয়োতে তাঁর কষ্টকর অভিজ্ঞতার কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করেন আয়ুষ্মান ।
আয়ুষ্মান কয়েকজন ভারতীয় দেবীর নকল করে বোঝান তাঁর উপর দিয়ে কী যাচ্ছে । ড্রেস পরার সময় তিনি রাধার চরিত্রে অভিনয় করে দেখান । সম্প্রতি একটি ভিডিয়োতে দেখা গেছে, 'কোমর বন্ধ' থেকে শুরু করে 'নাকের নথ'-কে গোরুর গাড়ি হিসেবে উপহাস করে আয়ুষ্মান তাঁর শ্রোতাদের হাসাচ্ছেন । সঙ্গে নিজের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা বর্ণনা করেন ।
তাঁর সহ-শিল্পী নুসরত ভরুচা টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেন । যেখানে শোনা যায়, নুসরত আয়ুষ্মানকে স্কার্টের নীচে ক্যান-ক্যান প্রশ্ন করাতে তিনি বলেন, "ক্যান-ক্যান ইজ় ক্যান নট ।"
-
Meet my #DreamGirl co-actor @ayushmannk… oops co-actress Aayushi 🤪 @ektaravikapoor #BTS #13KoMainTeri @balajimotionpic pic.twitter.com/BjvPQFYPzN
— Nushrat Bharucha (@NushratBharucha) August 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Meet my #DreamGirl co-actor @ayushmannk… oops co-actress Aayushi 🤪 @ektaravikapoor #BTS #13KoMainTeri @balajimotionpic pic.twitter.com/BjvPQFYPzN
— Nushrat Bharucha (@NushratBharucha) August 14, 2019Meet my #DreamGirl co-actor @ayushmannk… oops co-actress Aayushi 🤪 @ektaravikapoor #BTS #13KoMainTeri @balajimotionpic pic.twitter.com/BjvPQFYPzN
— Nushrat Bharucha (@NushratBharucha) August 14, 2019
আয়ুষ্মান জানালেন, ছবিতে 'কৃষ্ণ' তাঁর থেকে হাইটে ছোটো হওয়ায় তিনি হিল পরা থেকে বেঁচে গেছেন ।
কয়েকদিন আগেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে । যেখানে আয়ুষ্মানকে দেখে যে দর্শকরা হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খেয়েছেন তা বলাই যায় । তারপরই এই ভিডিয়োটি সামনে আসে ।
নভেম্বরে একটি প্রোমো ভিডিয়োর মাধ্যমে আয়ুষ্মান দর্শকের মধ্যে কৌতুহল তৈরি করেছিলেন । সেখানে দেখা গিয়েছিল, তিনি তাঁর টিমের সঙ্গে আলোচনা করছেন এরপর কী কাজ করা যায় । তাঁরা যখন এসব নিয়ে আলোচনা করছিলেন, তখন একজন বেয়ারা এসে তাঁকে একটি স্ক্রিপ্ট দিয়ে যায়, যা তিনি খুবই ভালোবাসেন এবং পরের ছবির জন্য বেছে নেন । আয়ুষ্মান ছাড়াও অনু কাপুরকে তাঁর বাবার চরিত্রে ছবিতে দেখা যাবে ।
রাজ শান্ডিল্যর পরিচালনায় ছবিটি এবছর 13 সেপ্টেম্বর মুক্তি পাবে ।