ETV Bharat / sitara

বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বাবা-মাকে শুভেচ্ছা জাহ্নবীর - Janhvi kapoor

বিবাহবার্ষিকী উপলক্ষ্যে আজ ইনস্টাগ্রামে বাবা-মাকে শুভেচ্ছা জানান জাহ্নবী । সেখানে বাবা-মার একটা সাদা-কালো ছবি পোস্ট করেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : Jun 2, 2020, 9:52 PM IST

মুম্বই : 1996 সালে আজকের দিনে বনি কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রীদেবী । 21টা সাল একসঙ্গেই কাটান তাঁরা । কিন্তু, ছন্দপতন হয় 22 বছর পূর্ণ হওয়ার আগেই । বনিকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে পাড়ি দেন শ্রীদেবী । এই পরিস্থিতিতে স্ত্রীর স্মৃতিটুকু আঁকড়ে মেয়েদের নিয়ে একাই পথ চলছেন বনি ।

তবে মায়ের মৃত্যু মেনে নিতে পারেননি জাহ্নবী কাপুর ও খুশি কাপুর । 2018 সালের 24 ফেব্রুয়ারির কথা চিন্তা করলেই কষ্টে ফেটে যায় তাঁদের বুক । মা যে নেই সেটা মনে করতে চান না তাঁরা । মায়ের পোশাক, ঘর, বাড়ি সব কিছুর মধ্যেই শ্রীদেবীকে খুঁজে পান জাহ্নবী । আর তাই নিয়েই এগিয়ে চলেছেন তিনি ।

বিবাহবার্ষিকী উপলক্ষ্যে আজ ইনস্টাগ্রামে বাবা-মাকে শুভেচ্ছা জানান জাহ্নবী । সেখানে বাবা-মার একটা সাদা-কালো ছবি পোস্ট করেন তিনি । যেখানে হাসি মুখে বনিকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছে শ্রীদেবীকে । পরম শান্তিতে স্ত্রীর মাথার উপর নিজের মাথা রেখে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন বনিও ।

ছবির ক্যাপশনে জাহ্নবী লেখেন, "শুভ বিবাহবার্ষিকী"। তার সঙ্গে হার্ট ইমোজিও পোস্ট করেন তিনি ।

এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সেখানে কমেন্ট করতে শুরু করেন অনেকেই । হার্ট ইমোজির বন্যা বয়ে যায় এই ছবির কমেন্টে ।

মুম্বই : 1996 সালে আজকের দিনে বনি কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রীদেবী । 21টা সাল একসঙ্গেই কাটান তাঁরা । কিন্তু, ছন্দপতন হয় 22 বছর পূর্ণ হওয়ার আগেই । বনিকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে পাড়ি দেন শ্রীদেবী । এই পরিস্থিতিতে স্ত্রীর স্মৃতিটুকু আঁকড়ে মেয়েদের নিয়ে একাই পথ চলছেন বনি ।

তবে মায়ের মৃত্যু মেনে নিতে পারেননি জাহ্নবী কাপুর ও খুশি কাপুর । 2018 সালের 24 ফেব্রুয়ারির কথা চিন্তা করলেই কষ্টে ফেটে যায় তাঁদের বুক । মা যে নেই সেটা মনে করতে চান না তাঁরা । মায়ের পোশাক, ঘর, বাড়ি সব কিছুর মধ্যেই শ্রীদেবীকে খুঁজে পান জাহ্নবী । আর তাই নিয়েই এগিয়ে চলেছেন তিনি ।

বিবাহবার্ষিকী উপলক্ষ্যে আজ ইনস্টাগ্রামে বাবা-মাকে শুভেচ্ছা জানান জাহ্নবী । সেখানে বাবা-মার একটা সাদা-কালো ছবি পোস্ট করেন তিনি । যেখানে হাসি মুখে বনিকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছে শ্রীদেবীকে । পরম শান্তিতে স্ত্রীর মাথার উপর নিজের মাথা রেখে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন বনিও ।

ছবির ক্যাপশনে জাহ্নবী লেখেন, "শুভ বিবাহবার্ষিকী"। তার সঙ্গে হার্ট ইমোজিও পোস্ট করেন তিনি ।

এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সেখানে কমেন্ট করতে শুরু করেন অনেকেই । হার্ট ইমোজির বন্যা বয়ে যায় এই ছবির কমেন্টে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.