হায়দরাবাদ : গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশ নিয়ে রামোজি ফিল্ম সিটিতে গাছের চারা পুঁতলেন সোনু সুদ । তাঁর দিকে এই চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পরিচালক শ্রীনু ভিটলা । অত্যন্ত আনন্দের সঙ্গে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন সোনু । এরপরই ফিল্ম সিটির মধ্যে গাছ পুঁততে দেখা যায় তাঁকে ।
সাংসদ যোগীনাপল্লি সন্তোষ কুমারের নেওয়া এই উদ্যোগের প্রশংসা করেন সোনু । তাঁর মতে, কোরোনা পরিস্থিতি পরবর্তী সময় পরিবেশকে রক্ষা করাটা খুবই প্রয়োজনীয় । এই উদ্যোগে অংশ নিয়ে সবার গাছের চারা পোঁতা উচিত বলে মনে করেন তিনি ।
লকডাউনের সময় থেকেই পরিযায়ী শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু । সেই সময় বাস, ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ থাকায় ভিন্ন রাজ্য থেকে বাড়ি ফিরতে পারছিলেন না শ্রমিকরা । তখন শ্রমিকদের পাশে দাঁড়ান সোনু । সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁদের দিকে । নিজে টাকা খরচ করে শ্রমিকদের জন্য বাস, ট্রেন ও বিমানে বাড়ি পৌঁছে দেন তিনি । তবে শুধু লকডাউনের মধ্যেই নয় । এখনও সবাইকে নিজের সাধ্যমতো সাহায্য করে চলেছেন । আর এভাবেই সবার মনে জায়গা করে নিয়েছেন তিনি ।
এদিকে এই মুহূর্তে একাধিক ছবির সুযোগ এসেছে সোনুর কাছে । কিন্তু, এখনই ছবি নিয়ে খুব একটা ব্যস্ত হতে চান না তিনি । আরও কিছুদিন সমাজসেবামূলক কাজ করতে চান । সেই কারণে প্রযোজক ও পরিচালকদের থেকে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছেন তিনি ।
এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোনু বলেছিলেন, "সমাজসেবামূলক কাজের মাধ্যমে বিশ্বাস করুন আমি অনেকটা শান্তি পেয়েছি ।" যাই হোক না কেন ইতিমধ্যে তিনটি ছবি রয়েছে সোনুর হাতে । তার মধ্যে দুটি দক্ষিণী ছবি । এছাড়া যশরাজের 'পৃথ্বীরাজ' ছবিতেও দেখা যাবে তাঁকে । আগামী সপ্তাহেই এই ছবির শুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে ।