মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়েছিলেন জেনিলিয়া দেশমুখ । তবে এখন তিনি পুরোপুরি সুস্থ । আর সেকথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন তিনি নিজেই ।
গতকাল নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন জেনিলিয়া । ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি । সেখানে লেখেন, "তিন সপ্তাহ আগে আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । 21দিন আইসোলেশনে ছিলাম । ভগবানের দয়ায় আমার রিপোর্ট নেগেটিভ এসেছে । এই দিনগুলো আমার কাছে 21 চ্যালেঞ্জিং ছিল ।"
কোনও গ্যাজেট, ইন্টারনেট, ডিজিটাল দুনিয়া যে মানুষের একাকীত্বকে ভুলিয়ে দিতে পারে না তা এই কয়েকদিনে উপলব্ধি করেছেন জেনিলিয়া । তবে কোরোনা রিপোর্ট নেগেটিভ আসার পর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন তিনি ।
উপসর্গ থাকুক বা না থাকুক টেস্ট করানো, সুস্থ থাকা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাই এই রোগের সঙ্গে লড়াইয়ের মূল অস্ত্র বলে মনে করেন জেনেলিয়া ।
দেখুন সেই পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">