ETV Bharat / sitara

পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করলে কড়া পদক্ষেপ, এবার জানাল FWICE - pakistani artistes

গোটা বিশ্ব যখন কোরোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে । তখন সীমান্তে আমাদের সেনাদের হত্যা করছে পাকিস্তান । আর সেই কারণেই পাকিস্তানি শিল্পীর সঙ্গে এই মুহূর্তে কাজ না করার নির্দেশ দিয়েছে FWICE ।

dsf
dsf
author img

By

Published : Apr 13, 2020, 3:08 PM IST

মুম্বই : কোনও পাকিস্তানি শিল্পীর সঙ্গে এই মুহূর্তে কাজ করতে পারবেন না ভারতীয় শিল্পীরা । এই নির্দেশ যদি কেউ অমান্য করেন তাহলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেবে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (FWICE)। কারণ গোটা বিশ্ব যখন কোরোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে । তখন সীমান্তে আমাদের সেনাদের হত্যা করছে পাকিস্তান । সম্প্রতি FWICE-র তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে ।

ওই বিবৃতিতে বলা হয়, "এখন পাকিস্তানি তারকা, গায়ক বা কোনও টেকনিশিয়নের সঙ্গে কাজ করা যাবে না । কিছুদিন আগে FWICE-এর তরফে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছিল । কিন্তু, অনেকেই সেই নির্দেশ না মেনে পাকিস্তানি তারকাদের সঙ্গে কাজ করছেন । অনলাইনে আমাদের মিউজ়িশিয়নদের রাহাত ফতেহ আলি খানের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে ।"

সম্প্রতি গায় হর্ষদীপ কউর ও ডিজ়াইনার বিজয় অরোরাকে অনলাইনে রাহাত ফতেহ আলি খানের সঙ্গে কাজ করতে দেখা যায় । তারপরই আরও কঠিন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় FWICE ।

এর মধ্যে যদি কোনও ভারতীয় তারকাকে পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ করতে দেখা যায় তাহলে তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন FWICE মুখ্য উপদেষ্টা অশোক পণ্ডিত, প্রেসিডেন্ট বি এন তিওয়ারি, জেনেরাল সেক্রেটারি অশোক দুবে । এর কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়, "গোটা বিশ্ব যখন কোরোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে । তখন সীমান্তে আমাদের সেনাদের হত্যা করছে পাকিস্তান ।" অনলাইনেও কোনও পাকিস্তানি তারকার সঙ্গে কাজ যাবে না বলে বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ।

কয়েকদিন ধরেই কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা । রবিবারও হামলা চালায় চালা । তার পালটা জবাব দেয় ভারতীয় সেনা । যদিও পাকিস্তানি সেনার গুলিতে মৃত্যু হয় তিন ভারতীয় । তার মধ্যে এক মহিলা ও এক শিশুও ছিল ।

মুম্বই : কোনও পাকিস্তানি শিল্পীর সঙ্গে এই মুহূর্তে কাজ করতে পারবেন না ভারতীয় শিল্পীরা । এই নির্দেশ যদি কেউ অমান্য করেন তাহলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেবে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (FWICE)। কারণ গোটা বিশ্ব যখন কোরোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে । তখন সীমান্তে আমাদের সেনাদের হত্যা করছে পাকিস্তান । সম্প্রতি FWICE-র তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে ।

ওই বিবৃতিতে বলা হয়, "এখন পাকিস্তানি তারকা, গায়ক বা কোনও টেকনিশিয়নের সঙ্গে কাজ করা যাবে না । কিছুদিন আগে FWICE-এর তরফে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছিল । কিন্তু, অনেকেই সেই নির্দেশ না মেনে পাকিস্তানি তারকাদের সঙ্গে কাজ করছেন । অনলাইনে আমাদের মিউজ়িশিয়নদের রাহাত ফতেহ আলি খানের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে ।"

সম্প্রতি গায় হর্ষদীপ কউর ও ডিজ়াইনার বিজয় অরোরাকে অনলাইনে রাহাত ফতেহ আলি খানের সঙ্গে কাজ করতে দেখা যায় । তারপরই আরও কঠিন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় FWICE ।

এর মধ্যে যদি কোনও ভারতীয় তারকাকে পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ করতে দেখা যায় তাহলে তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন FWICE মুখ্য উপদেষ্টা অশোক পণ্ডিত, প্রেসিডেন্ট বি এন তিওয়ারি, জেনেরাল সেক্রেটারি অশোক দুবে । এর কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়, "গোটা বিশ্ব যখন কোরোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে । তখন সীমান্তে আমাদের সেনাদের হত্যা করছে পাকিস্তান ।" অনলাইনেও কোনও পাকিস্তানি তারকার সঙ্গে কাজ যাবে না বলে বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ।

কয়েকদিন ধরেই কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা । রবিবারও হামলা চালায় চালা । তার পালটা জবাব দেয় ভারতীয় সেনা । যদিও পাকিস্তানি সেনার গুলিতে মৃত্যু হয় তিন ভারতীয় । তার মধ্যে এক মহিলা ও এক শিশুও ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.