ETV Bharat / sitara

ফিট ইন্ডিয়ার মঞ্চে শিল্পাকে সম্মান মোদির, শুভেচ্ছা বি-টাউনের - Fit India Committee

আজ জাতীয় ক্রীড়া দিবসে ফিট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করায় প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানালেন বলিউডের তারকারা । সঙ্গে ফিট ইন্ডিয়া কমিটির সদস্য হওয়ায় অভিনেত্রী শিল্পা শেট্টি নিজের খুশি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ।

ফিট ইন্ডিয়া মুভমেন্ট
author img

By

Published : Aug 29, 2019, 9:34 PM IST

মুম্বই : বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি নিজের হেলদি লাইফস্টাইলের জন্যও যথেষ্ট পরিচিত । এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিট ইন্ডিয়া কমিটির সদস্য হলেন শিল্পা ।

ফিট ইন্ডিয়া মুভমেন্টের বিষয়ে খুব খুশি অভিনেত্রী । তিনি বলেন, "এই কমিটির সদস্য হতে পেরে আমি খুব খুশি । মানুষকে হেলথ টিপ্স দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে । আমি এই কাজে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব ।"

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ও পরিচালক করণ জোহার আজ প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুকে ফিট ইন্ডিয়া মুভমেন্টের জন্য অভিনন্দন জানিয়েছেন ।

করণ জোহার টুইট করেন, "29 অগাস্ট ফিট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুকে অভিনন্দন । আমি আশা করি এর থেকে সব ভারতীয়রা অনুপ্রেরণা পাবে । #FitIndiaMovement"

  • Congratulations to our honourable PM @narendramodi & sports minister @kirenrijiju for launching the Fit India Movement on 29th August. I’m sure this will inspire all Indians in finding easy and fun ways to adapt a fit and healthy lifestyle #FitIndiaMovement

    — Karan Johar (@karanjohar) August 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের ভাবনাকে শেয়ার করে ঋষি কাপুরও একই টুইট করেন । তিনি লেখেন, "29 অগাস্ট ফিট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুকে অভিনন্দন । আমি আশা করি এর থেকে সব ভারতীয়রা অনুপ্রেরণা পাবে । #FitIndiaMovement"

  • Congratulations to our PM @narendramodi & sports minister @kirenrijiju for launching the Fit India Movement on 29th August. I’m sure this will inspire all Indians in finding easy and fun ways to adapt a fit and healthy lifestyle #FitIndiaMovement

    — Rishi Kapoor (@chintskap) August 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হকির জাদুগর ধ্যানচাঁদের জন্মদিবসে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় । আজকের দিন লঞ্চ হওয়া এই ফিট ইন্ডিয়া আন্দোলনের উদ্দেশ্য হল, ভারতীয়রা যেন তাঁদের রোজের জীবনে ফিজ়িকাল অ্যাক্টিভিটিজ় ও খেলাধূলাকে গুরুত্ব দেয় ।

মুম্বই : বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি নিজের হেলদি লাইফস্টাইলের জন্যও যথেষ্ট পরিচিত । এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিট ইন্ডিয়া কমিটির সদস্য হলেন শিল্পা ।

ফিট ইন্ডিয়া মুভমেন্টের বিষয়ে খুব খুশি অভিনেত্রী । তিনি বলেন, "এই কমিটির সদস্য হতে পেরে আমি খুব খুশি । মানুষকে হেলথ টিপ্স দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে । আমি এই কাজে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব ।"

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ও পরিচালক করণ জোহার আজ প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুকে ফিট ইন্ডিয়া মুভমেন্টের জন্য অভিনন্দন জানিয়েছেন ।

করণ জোহার টুইট করেন, "29 অগাস্ট ফিট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুকে অভিনন্দন । আমি আশা করি এর থেকে সব ভারতীয়রা অনুপ্রেরণা পাবে । #FitIndiaMovement"

  • Congratulations to our honourable PM @narendramodi & sports minister @kirenrijiju for launching the Fit India Movement on 29th August. I’m sure this will inspire all Indians in finding easy and fun ways to adapt a fit and healthy lifestyle #FitIndiaMovement

    — Karan Johar (@karanjohar) August 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের ভাবনাকে শেয়ার করে ঋষি কাপুরও একই টুইট করেন । তিনি লেখেন, "29 অগাস্ট ফিট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুকে অভিনন্দন । আমি আশা করি এর থেকে সব ভারতীয়রা অনুপ্রেরণা পাবে । #FitIndiaMovement"

  • Congratulations to our PM @narendramodi & sports minister @kirenrijiju for launching the Fit India Movement on 29th August. I’m sure this will inspire all Indians in finding easy and fun ways to adapt a fit and healthy lifestyle #FitIndiaMovement

    — Rishi Kapoor (@chintskap) August 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হকির জাদুগর ধ্যানচাঁদের জন্মদিবসে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় । আজকের দিন লঞ্চ হওয়া এই ফিট ইন্ডিয়া আন্দোলনের উদ্দেশ্য হল, ভারতীয়রা যেন তাঁদের রোজের জীবনে ফিজ়িকাল অ্যাক্টিভিটিজ় ও খেলাধূলাকে গুরুত্ব দেয় ।

Intro:Body:

Fit India Movement


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.