মুম্বই, 20 মার্চ : বহুপ্রতিক্ষীত ছবি 'মুম্বাই সাগা' অবশেষে মুক্তি পেল প্রায় 2000 টিরও বেশি সিনেমা হলে ৷ প্রথম দিনে এই ছবি রোজগার করতে পেরেছে প্রায় 2.50 কোটি টাকা ৷ তবে যদিও এখনও আছে বাকি শনিবার ও রবিবারের মত ছুটির দিনগুলি ৷
কিন্তু সমস্যা হল এটাই যে, একেই করোনা পরিস্থিতি খুব একটা সন্তোষজনক অবস্থায় নেই ৷ অন্যদিকে এই ছবিটিতে মুম্বই শহরটিকে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ তবে দুর্ভাগ্যবশত মহারাষ্ট্রের অবস্থা যেহেতু এখন স্থিতিশীল নয় সেহেতু ছবির বক্স অফিসে পরতে পারে এর নেগেটিভ প্রভাব ৷ মহারাষ্ট্রের দর্শকদের একটি বড় অংশকে মিস করতে পারে এই ছবি ৷
তবে সময়টা যদি করোনা পরিস্থিতির না হত তবে অন্তত প্রথম দিনে 'মুম্বাই সাগা' পার করে দিতে পারত 3.50 কোটি টাকার সীমানা ৷
সম্প্রতি 'রুহি' মুক্তি পেয়েই প্রথম দিনে আয় করেছিল প্রায় 3.06 কোটি টাকা ৷ সেদিক থেকে দেখতে গেলে আপাতত পিছিয়ে 'মুম্বাই সাগা'৷ তবে কখন বক্স অফিসের হাওয়া কার দিকে বইবে সেই কথা ইতিমধ্যে বলা বেশ কঠিন ৷