ETV Bharat / sitara

আজ অনুরাগের পাশে যে সমস্ত নারীরা... - anurag kashyap kashyap sexual harassment row

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ । একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পায়েল ঘোষ । তার মধ্যে ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন নির্যাতনের মতো সিরিয়াস কমপ্লেনও রয়েছে । তবে অনুরাগের সঙ্গে দীর্ঘদিন কাজ করে আসা অভিনেত্রীরা কিন্তু অন্য কথা বলছেন । তাঁরা সোশাল মিডিয়ায় তুলে ধরছেন এক অন্য অনুরাগের ছবি...

Anurag kashyap female actors
Anurag kashyap female actors
author img

By

Published : Sep 23, 2020, 8:43 AM IST

রাধিকা আপ্তে : তুমি আমার অন্যতম সেরা বন্ধু । তুমি আমায় সবসময় সমর্থন করেছ, অনুপ্রাণিত করেছ । আমায় সবসময় তুমি নিজের সমতুল্য হিসেবে ট্রিট করেছ । আমি তোমায় বিশ্বাস করি ।

তাপসী পান্নু : আমার দেখা সেরা নারীবাদী তুমি । খুব তাড়াতাড়ি কোনও ফিল্মের সেটে আমাদের দেখা হবে, যেখানে তোমার কল্পনায় কোনও শক্তিশালী ও গুরুত্বপূর্ণ নারীচরিত্র জন্ম নেবে ।

কালকি কেঁকলা : প্রিয় অনুরাগ, এই সোশাল মিডিয়া সার্কাসের মধ্যে জড়িয়ে পড়ো না, নারীদের অধিকার রক্ষার লড়াই দিনের পর দিন তুমি চিত্রনাট্যের মাধ্যমে বড় পরদায় তুলে ধরেছ । কাজের জায়গা ও ব্যক্তিগত পরিসরেও সব সময় তুমি নারীদের সমান মর্যাদা দিয়েছ । আমি নিজে এর সাক্ষী ।

হুমা কুরেশি : অনুরাগের সঙ্গে আমি 2012-2013 সালে কাজ করেছি । আমার দেখা অন্যতম সেরা বন্ধু ও পরিচালক অনুরাগ । আমার সঙ্গে বা আমার সামনে অন্য কারও সঙ্গে অনুরাগ খারাপ ব্যবহার করেননি । তবে যদি কেউ তেমন অভিযোগ তোলে, তাহলে তার পুলিশ এবং বিচারব্যবস্থার কাছে রিপোর্ট করা দরকার ।

এলনাজ় নরৌজ়ি : আমার মনে আছে, একটি যৌন দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হওয়ায় আমি 'সেক্রেড গেমস'-এর মতো প্রজেক্ট ছেড়ে দিচ্ছিলাম । তবে অনুরাগ স্যার আমায় এসে বলেন, "কিচ্ছু চিন্তা কোরো না । আমি সব ঠিক করে দেব । শুধু আমার উপর ভরসা রেখ ।", শুধু আমার কথা ভেবে অনুরাগ স্যার 'সেক্রেড গেমস'-এর স্ক্রিপ্ট বদলে দেন, এমনভাবে শুট করেন যাতে আমার অস্বস্তি না হয় । আমার কান্না পেয়ে গেছিল ।

অনুরাগের প্রথম স্ত্রী আরতি বাজাজও একই কথা বলেছেন সোশাল মিডিয়ায় । "তুমি একজন রকস্টার অনুরাগ । যেভাবে তুমি নারীদের ক্ষমতায়ণে অংশগ্রহণ করেছ এতদিন ধরে, যেভাবে তুমি মহিলাদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরি করেছ, তেমনটাই করে যাও ।", বিবাহবিচ্ছেদ হওয়ার পরেও অনুরাগের সম্পর্কে এমন কথাই লিখেছেন আরতি ।

রাধিকা আপ্তে : তুমি আমার অন্যতম সেরা বন্ধু । তুমি আমায় সবসময় সমর্থন করেছ, অনুপ্রাণিত করেছ । আমায় সবসময় তুমি নিজের সমতুল্য হিসেবে ট্রিট করেছ । আমি তোমায় বিশ্বাস করি ।

তাপসী পান্নু : আমার দেখা সেরা নারীবাদী তুমি । খুব তাড়াতাড়ি কোনও ফিল্মের সেটে আমাদের দেখা হবে, যেখানে তোমার কল্পনায় কোনও শক্তিশালী ও গুরুত্বপূর্ণ নারীচরিত্র জন্ম নেবে ।

কালকি কেঁকলা : প্রিয় অনুরাগ, এই সোশাল মিডিয়া সার্কাসের মধ্যে জড়িয়ে পড়ো না, নারীদের অধিকার রক্ষার লড়াই দিনের পর দিন তুমি চিত্রনাট্যের মাধ্যমে বড় পরদায় তুলে ধরেছ । কাজের জায়গা ও ব্যক্তিগত পরিসরেও সব সময় তুমি নারীদের সমান মর্যাদা দিয়েছ । আমি নিজে এর সাক্ষী ।

হুমা কুরেশি : অনুরাগের সঙ্গে আমি 2012-2013 সালে কাজ করেছি । আমার দেখা অন্যতম সেরা বন্ধু ও পরিচালক অনুরাগ । আমার সঙ্গে বা আমার সামনে অন্য কারও সঙ্গে অনুরাগ খারাপ ব্যবহার করেননি । তবে যদি কেউ তেমন অভিযোগ তোলে, তাহলে তার পুলিশ এবং বিচারব্যবস্থার কাছে রিপোর্ট করা দরকার ।

এলনাজ় নরৌজ়ি : আমার মনে আছে, একটি যৌন দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হওয়ায় আমি 'সেক্রেড গেমস'-এর মতো প্রজেক্ট ছেড়ে দিচ্ছিলাম । তবে অনুরাগ স্যার আমায় এসে বলেন, "কিচ্ছু চিন্তা কোরো না । আমি সব ঠিক করে দেব । শুধু আমার উপর ভরসা রেখ ।", শুধু আমার কথা ভেবে অনুরাগ স্যার 'সেক্রেড গেমস'-এর স্ক্রিপ্ট বদলে দেন, এমনভাবে শুট করেন যাতে আমার অস্বস্তি না হয় । আমার কান্না পেয়ে গেছিল ।

অনুরাগের প্রথম স্ত্রী আরতি বাজাজও একই কথা বলেছেন সোশাল মিডিয়ায় । "তুমি একজন রকস্টার অনুরাগ । যেভাবে তুমি নারীদের ক্ষমতায়ণে অংশগ্রহণ করেছ এতদিন ধরে, যেভাবে তুমি মহিলাদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরি করেছ, তেমনটাই করে যাও ।", বিবাহবিচ্ছেদ হওয়ার পরেও অনুরাগের সম্পর্কে এমন কথাই লিখেছেন আরতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.