মুম্বই : জার্নি শুরু শিশুশিল্পী হিসেবে । 'চাচি 420' ছবির কমল হাসান আর তাবুর সেই ছোট্ট মেয়েটি আজ নিজেই ফিল্মের হিরোইন । কথা হচ্ছে ফাতিমা সানা শেখকে নিয়ে । শিশুশিল্পী হিসেবে অভিনয় করার পর তাঁর ক্যারিয়ারে একটা লম্বা বিরতি । বিভিন্ন কারণে ইন্ডাস্ট্রিতে ঠিক জমে উঠতে পারছিলেন না ফাতিমা, ডিপ্রেশনও কাজ করছিল । সেই সময় তাঁর জীবনে এল এক অবিস্মরণীয় প্রজেক্ট, 'দঙ্গল' ।
'দঙ্গল'-এর ফাতিমা এখন ব্যস্ত 'সূরয পে মঙ্গল ভারি'-র ডাবিংয়ে । নিউ নর্মাল পদ্ধতিতে ফের কাজে ফিরলেন অভিনেত্রী । নিজেই শেয়ার করলেন তাঁর কাজের ছোট্ট এক ঝলক । অভিষেক শর্মা পরিচালিত এই ছবিতে এক টিপিকাল মারাঠী মেয়ের চরিত্রে অভিনয় করবেন ফাতিমা । দেখা যাবে একেবারে ট্র্যাডিশনাল পোশাকে ।
দেখে নিন তাঁর ইনস্টাস্টোরি...
ফাতিমার সঙ্গে 'সূরয পে মঙ্গল ভারি'-তে স্ক্রিনশেয়ার করবেন মনোজ বাজপেয়ি । শুধু তাই নয়, লিড চরিত্রে থাকছেন দিলজিৎ দোসাঞ্জও । মজাদার এই স্ক্রিপ্টে উঠে আসবে জীবনেরই এক টুকরো, যাকে বলে স্লাইস অফ লাইফ ।