ETV Bharat / sitara

ছবি বিক্রি করে 1 লাখ টাকা অনুদান ফারাহর মেয়ের - rs 1 lakh for covid 19

ফারাহ লেখেন, "আন্যার ছবি বিক্রি করে 1 লাখ টাকা উঠেছে । এর জন্য সে রোজ স্কুলের আগে, পরে ও ছুটির দিনে আঁকত । যাঁরা ছবিগুলি কিনেছেন তাঁদের অনেক ধন্যবাদ । এই টাকা দিয়ে রাস্তার পশুদের মুখে খাবার তুলে দেওয়া হবে । পাশাপাশি খাবার পাঠানো হবে বস্তিবাসীদের কাছেও ।"

ে্ি
ে্ি
author img

By

Published : Apr 20, 2020, 1:52 PM IST

মুম্বই : কখনও স্কুলে যাওয়ার আগে । আবার কখনও স্কুল থেকে ফিরে । বাদ যেত না ছুটির দিনগুলোও । সময় পেলেই ছবি আঁকত ফারাহ খানের 12 বছরের মেয়ে আন্যা । কারণ একটাই ছবিগুলি বিক্রি করে সেই টাকা দিয়ে বস্তিবাসীদের সাহায্য ও অনাহারে থাকা রাস্তার পশুদের মুখে খাবার তুলে দেওয়া । মেয়ের এই ভাবনায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন ফারাহ । আন্যার সেই ছবি পৌঁছয় নিলামে । আর সেগুলি বিক্রি করে পাওয়া যায় 1 লাখ । সেই টাকা অসহায় মানুষদের সাহায্যের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ফারাহ ।

লকডাউন জারির পরই রাস্তার পশুদের নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল আন্যা । তাদের কষ্ট তাড়া করত তাকে । পাশাপাশি বস্তিবাসীদের জন্যও চিন্তা করত সে । রোজই ভাবত যে এদের জন্য কী করা যায় ? যার মাধ্যমে তাদের একটু সাহায্য করা যাবে । তারপরই তার মাথায় আসে ছবি বিক্রি করার পরিকল্পনা । সেই মতো প্রতিদিন নিয়ম করে ছবি আঁকা শুরু করে সে । মেয়ের এই ভাবনা দেখে অবাক হয়ে যান ফারাহ ।

এরপর মেয়ের আঁকা একটি ছবিটি শেয়ার করে ফারাহ লেখেন, "আমার মেয়ে আন্য়া ঠিক করেছে যে, ও ওর একটি পোষ্যের ছবি আঁকবে আর সেটা 1000 টাকায় বিক্রি করবে । উপার্জনের পুরো টাকাটা রাস্তার পশু ও অসহায় মানুষদের খাওয়ানোয় জন্য খরচ করবে ।"

আঁকা শেষ হওয়ার পর বেশ কিছু ছবির নিলাম করা হয় । সেই নিলাম থেকে উঠে আসে 1 লাখ টাকা । যাঁরা ছবিগুলি কিনেছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেন ফারাহ । সেই ভিডিয়োতে নিজের পোষ্যর ছবি আঁকতে দেখা গিয়েছে আন্যাকে । ছবির নিচে সে লেখে 'ধন্যবাদ'।

এই ভিডিয়োর ক্যাপশনে ফারাহ লেখেন, "আন্যার ছবি বিক্রি করে 1 লাখ টাকা উঠেছে । এর জন্য সে রোজ স্কুলের আগে, পরে ও ছুটির দিনে আঁকত । যাঁরা ছবিগুলি কিনেছেন তাঁদের অনেক ধন্যবাদ । এই টাকা দিয়ে রাস্তার পশুদের মুখে খাবার তুলে দেওয়া হবে । পাশাপাশি খাবার পাঠানো হবে বস্তিবাসীদের কাছেও ।"

এই খবর ইনস্টাগ্রামে শেয়ার করার সঙ্গে সঙ্গেই আন্য়ার প্রশংসা করেন একাধিক তারকা । তার ভাবনাকেও কুর্নিশ জানান অনেকেই ।

মুম্বই : কখনও স্কুলে যাওয়ার আগে । আবার কখনও স্কুল থেকে ফিরে । বাদ যেত না ছুটির দিনগুলোও । সময় পেলেই ছবি আঁকত ফারাহ খানের 12 বছরের মেয়ে আন্যা । কারণ একটাই ছবিগুলি বিক্রি করে সেই টাকা দিয়ে বস্তিবাসীদের সাহায্য ও অনাহারে থাকা রাস্তার পশুদের মুখে খাবার তুলে দেওয়া । মেয়ের এই ভাবনায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন ফারাহ । আন্যার সেই ছবি পৌঁছয় নিলামে । আর সেগুলি বিক্রি করে পাওয়া যায় 1 লাখ । সেই টাকা অসহায় মানুষদের সাহায্যের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ফারাহ ।

লকডাউন জারির পরই রাস্তার পশুদের নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল আন্যা । তাদের কষ্ট তাড়া করত তাকে । পাশাপাশি বস্তিবাসীদের জন্যও চিন্তা করত সে । রোজই ভাবত যে এদের জন্য কী করা যায় ? যার মাধ্যমে তাদের একটু সাহায্য করা যাবে । তারপরই তার মাথায় আসে ছবি বিক্রি করার পরিকল্পনা । সেই মতো প্রতিদিন নিয়ম করে ছবি আঁকা শুরু করে সে । মেয়ের এই ভাবনা দেখে অবাক হয়ে যান ফারাহ ।

এরপর মেয়ের আঁকা একটি ছবিটি শেয়ার করে ফারাহ লেখেন, "আমার মেয়ে আন্য়া ঠিক করেছে যে, ও ওর একটি পোষ্যের ছবি আঁকবে আর সেটা 1000 টাকায় বিক্রি করবে । উপার্জনের পুরো টাকাটা রাস্তার পশু ও অসহায় মানুষদের খাওয়ানোয় জন্য খরচ করবে ।"

আঁকা শেষ হওয়ার পর বেশ কিছু ছবির নিলাম করা হয় । সেই নিলাম থেকে উঠে আসে 1 লাখ টাকা । যাঁরা ছবিগুলি কিনেছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেন ফারাহ । সেই ভিডিয়োতে নিজের পোষ্যর ছবি আঁকতে দেখা গিয়েছে আন্যাকে । ছবির নিচে সে লেখে 'ধন্যবাদ'।

এই ভিডিয়োর ক্যাপশনে ফারাহ লেখেন, "আন্যার ছবি বিক্রি করে 1 লাখ টাকা উঠেছে । এর জন্য সে রোজ স্কুলের আগে, পরে ও ছুটির দিনে আঁকত । যাঁরা ছবিগুলি কিনেছেন তাঁদের অনেক ধন্যবাদ । এই টাকা দিয়ে রাস্তার পশুদের মুখে খাবার তুলে দেওয়া হবে । পাশাপাশি খাবার পাঠানো হবে বস্তিবাসীদের কাছেও ।"

এই খবর ইনস্টাগ্রামে শেয়ার করার সঙ্গে সঙ্গেই আন্য়ার প্রশংসা করেন একাধিক তারকা । তার ভাবনাকেও কুর্নিশ জানান অনেকেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.