ETV Bharat / sitara

ভিনরাজ্যের মহিলা শ্রমিকদের জন্য স্যানিটারি ন্যাপকিন, উদ্যোগ ফারাহ-বিকাশের

ভিনরাজ্যের মহিলা শ্রমিকদের জন্য স্যানিটারি ন্য়াপকিনের ব্যবস্থা করলেন সেলেব্রিটি শেফ বিকাশ খান্না ও কোরিওগ্রাফার ফারাহ খান ।

Vikas khanna and farah khan arrange sanitary pads
Vikas khanna and farah khan arrange sanitary pads
author img

By

Published : May 20, 2020, 8:58 PM IST

মুম্বই : কোরোনার কারণে খুবই দুরবস্থার মধ্যে রয়েছেন বিশ্ববাসী । শুধু এই জীবাণুর ভয়ে নয়, দীর্ঘদিন লকডাউনের ফলেও এধার ওধার হয়ে গেছে মানুষের জীবন । হাতে টাকা নেই, পেটে ভাত নেই, বাড়ি ফেরার উপায় নেই । এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিত্তশালী মানুষরা, যাঁদের কাছে জীবনটা এখনও ততটা কঠিন হয়ে ওঠেনি ।

ভিনরাজ্যের মহিলা শ্রমিকদের জন্য স্যানিটারি ন্যাপকিনের আয়োজন করলেন বিকাশ আর ফারাহ । ভৌগলিক দূরত্ব বিচার করলে অনেকখানি দূরে আছেন বিকাশ, রয়েছেন নিউ ইয়র্কে । আর এদিকে ফারাহ রয়েছেন মুম্বইতে । কিন্তু সদিচ্ছা থাকলে যে সবকিছুই সম্ভব প্রমাণ করলেন দু'জনেই ।

এই প্রসঙ্গে ফারাহ বলেন, "এই কঠিন সময়ে যে, কিছু মানুষ সত্যিই অসহায়দের উপকার করতে চান, সেটা দেখে ভালো লাগছে । বিকাশকে নিয়ে আমি গর্বিত । নিউ ইয়র্ক থেকে সমস্ত সমাজসেবা করে চলেছে ও ।"

মহিলাদের মধ্যে স্যানিটার ন্যাপকিন বিলিয়ে দেওয়ার সময়তেও সামাজিক দূরত্বের কথা মাথায় রাখছেন তাঁরা, জানালেন ফারাহ । IANS-এর সৌজন্যে পাওয়া গেল ছবি । দেখে নিন...

Vikas khanna and farah khan arrange sanitary pads
.

মুম্বই : কোরোনার কারণে খুবই দুরবস্থার মধ্যে রয়েছেন বিশ্ববাসী । শুধু এই জীবাণুর ভয়ে নয়, দীর্ঘদিন লকডাউনের ফলেও এধার ওধার হয়ে গেছে মানুষের জীবন । হাতে টাকা নেই, পেটে ভাত নেই, বাড়ি ফেরার উপায় নেই । এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিত্তশালী মানুষরা, যাঁদের কাছে জীবনটা এখনও ততটা কঠিন হয়ে ওঠেনি ।

ভিনরাজ্যের মহিলা শ্রমিকদের জন্য স্যানিটারি ন্যাপকিনের আয়োজন করলেন বিকাশ আর ফারাহ । ভৌগলিক দূরত্ব বিচার করলে অনেকখানি দূরে আছেন বিকাশ, রয়েছেন নিউ ইয়র্কে । আর এদিকে ফারাহ রয়েছেন মুম্বইতে । কিন্তু সদিচ্ছা থাকলে যে সবকিছুই সম্ভব প্রমাণ করলেন দু'জনেই ।

এই প্রসঙ্গে ফারাহ বলেন, "এই কঠিন সময়ে যে, কিছু মানুষ সত্যিই অসহায়দের উপকার করতে চান, সেটা দেখে ভালো লাগছে । বিকাশকে নিয়ে আমি গর্বিত । নিউ ইয়র্ক থেকে সমস্ত সমাজসেবা করে চলেছে ও ।"

মহিলাদের মধ্যে স্যানিটার ন্যাপকিন বিলিয়ে দেওয়ার সময়তেও সামাজিক দূরত্বের কথা মাথায় রাখছেন তাঁরা, জানালেন ফারাহ । IANS-এর সৌজন্যে পাওয়া গেল ছবি । দেখে নিন...

Vikas khanna and farah khan arrange sanitary pads
.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.