হায়দরাবাদ,10 ফেব্রুয়ারি : আলিয়া ভাটের আসন্ন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র ট্রেলার সাড়া ফেলেছে ইতিমধ্যেই ৷ 25 ফেব্রুয়ারি পর্দায় আসতে চলেছে এই ছবি ৷ তার আগে এবার বৃহস্পতিবার সামনে এল ছবির প্রথম গান 'ঢোলিডা' ৷ বুধবারই গানের টিজার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ এবার অপেক্ষার অবসান, সামনে এল ঢোলিডা' (Dholida song Releases ) ৷ গানের কথা লিখেছেন কুমার এবং গলা দিয়েছেন জাহ্নবী শ্রীমঙ্কর এবং শেল হাডা।
গানটিকে একেবারে একটি 'আউট অ্যান্ড আউট আইটেম নম্বর' বলা যেতেই পারে ৷ সঞ্জয়লীলা বনশালির ছবিতে সবসময়ই গানের একটা বড় জায়গা থাকে ৷ এই ছবিও তার ব্যাতিক্রম হতে চলেছে বলে মনে হয় না ৷ আলিয়ার নাচ যথেষ্ট আকর্ষণও করবে দর্শকদের ৷ গানটির কোরিওগ্রাফি করেছেন কৃতি মহেশ ৷ সঙ্গীতের দায়িত্বও নিজের হাতেই রেখেছেন পরিচালক ৷
আরও পড়ুন : তুমি যখন দুনিয়ায় এসেছ, আমি ছবিতে অভিষেক করেছি, টাইগারকে বললেন অক্ষয়
আালিয়ার সঙ্গে এই ছবিতে অন্য়তম আকর্ষণ অজয় দেবগন ৷ বেশ কয়েক বছর পর ফের এই বর্ষীয়ান পরিচালকের সঙ্গে কাজ করছেন এই অভিনেতা ৷ তাই তাঁর দিকে আলাদা নজর অবশ্যই থাকবে ৷ গাঙ্গুবাঈ 1960-এর দশকে মুম্বইয়ের ক্ষমতার প্রধান মুখ হয়ে উঠেছিলেন, তাঁর চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা মোটেই সহজ কাজ নয় ৷ আলিয়াকে যে নিজের চরিত্রের খোলস বদলে এই গাঙ্গুবাঈ চরিত্রকে আপন করে নিতে যথেষ্ট কৃচ্ছসাধন করতে হচ্ছে, তা বুঝতে কোনও অসুবিধা হয় না ৷