মুম্বই : 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'-র বানি ও নেয়নার চরিত্রে অনবদ্য হয়ে উঠেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন । তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নজর কেড়েছিল দর্শকদের । 2013-র আজকের দিনে মুক্তি পায় এই ছবি । দেখতে দেখতে কেটে গিয়েছে সাতটা বছর । তবু ছবির শুটিংয়ের দিনগুলোর স্মৃতি এখনও তাজা দীপিকার মনে ।
ছবি মুক্তির সাত বছর পুর্তি উপলক্ষ্যে আজ সকালে ইনস্টাগ্রামে 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'-র স্ক্রিন টেস্টের সময়কার দুটি ছবি পোস্ট করেন দীপিকা । রণবীরের সঙ্গে তোলা সেই ছবি দুটিতে ফুটে উঠেছে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রির একটা ঝলক ।
একটি ছবিতে একটা বেঞ্চের মধ্যে বসে রয়েছে নেয়না ও বানি । তাঁদের দু'জনের মুখেই লেগে রয়েছে হাসি । আর অন্যটিতে স্যাটিন আউটফিটে দেখা গিয়েছে দীপিকাকে ।
ছবির ক্যাপশনে দীপিকা লেখেন, "আমাদের লক টেস্টের সময়কার ছবি...'স্মৃতি মিষ্টির বাক্সর মতো, একবার খুললে, শুধুমাত্র একটাই খেয়ে কেউ রেখে দিতে পারবে না' নেয়না তলোয়ার"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । দীপিকা ও রণবীরের অনস্ক্রিন কেমিস্ট্রির কথা উঠে আসে তাঁদের কমেন্টের মধ্যে দিয়ে ।
ছবিটি পরিচালনা করেছিলেন অয়ন মুখার্জি । দীপিকা ও রণবীর ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আদিত্য রয় কাপুর ও কালকি কেঁকলা । বন্ধুত্ব ও সম্পর্ককে নিয়ে তৈরি এই ছবি ভালোই ব্যবসা করেছিলে বক্স অফিসে ।
-
It's been 7whole years since this gang of friends came into our lives & taught us all about friendship and love. A movie still so relevant for all generations!!♥️ #7YearsOfYJHD@apoorvamehta18 #RanbirKapoor @deepikapadukone #AdityaRoyKapur @kalkikanmani #AyanMukerji @DharmaMovies pic.twitter.com/gisF6ANoxg
— Karan Johar (@karanjohar) May 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It's been 7whole years since this gang of friends came into our lives & taught us all about friendship and love. A movie still so relevant for all generations!!♥️ #7YearsOfYJHD@apoorvamehta18 #RanbirKapoor @deepikapadukone #AdityaRoyKapur @kalkikanmani #AyanMukerji @DharmaMovies pic.twitter.com/gisF6ANoxg
— Karan Johar (@karanjohar) May 31, 2020It's been 7whole years since this gang of friends came into our lives & taught us all about friendship and love. A movie still so relevant for all generations!!♥️ #7YearsOfYJHD@apoorvamehta18 #RanbirKapoor @deepikapadukone #AdityaRoyKapur @kalkikanmani #AyanMukerji @DharmaMovies pic.twitter.com/gisF6ANoxg
— Karan Johar (@karanjohar) May 31, 2020
তবে শুধু দীপিকাই নন, ছবি মুক্তির সাত বছর পুর্তি উপলক্ষ্যে একটি পোস্ট করেন করণ জোহরও । টুইটারে ছবির মুখ্য চরিত্রদের একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ।