ETV Bharat / sitara

'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'-র লুক টেস্টে রণবীর-দীপিকা - Yeh Jawaani Hai Deewani

সাত বছর আগে আজকের দিনে মুক্তি পেয়েছিল 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'। ছবি মুক্তির সাত বছর পুর্তি উপলক্ষ্যে ইনস্টাগ্রামে ছবির স্ক্রিন টেস্টের সময়কার দুটি ছবি পোস্ট করেন দীপিকা । সেখানে রণবীর কাপুরের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে তাঁকে ।

dg
dfg
author img

By

Published : May 31, 2020, 6:09 PM IST

মুম্বই : 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'-র বানি ও নেয়নার চরিত্রে অনবদ্য হয়ে উঠেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন । তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নজর কেড়েছিল দর্শকদের । 2013-র আজকের দিনে মুক্তি পায় এই ছবি । দেখতে দেখতে কেটে গিয়েছে সাতটা বছর । তবু ছবির শুটিংয়ের দিনগুলোর স্মৃতি এখনও তাজা দীপিকার মনে ।

ছবি মুক্তির সাত বছর পুর্তি উপলক্ষ্যে আজ সকালে ইনস্টাগ্রামে 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'-র স্ক্রিন টেস্টের সময়কার দুটি ছবি পোস্ট করেন দীপিকা । রণবীরের সঙ্গে তোলা সেই ছবি দুটিতে ফুটে উঠেছে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রির একটা ঝলক ।

একটি ছবিতে একটা বেঞ্চের মধ্যে বসে রয়েছে নেয়না ও বানি । তাঁদের দু'জনের মুখেই লেগে রয়েছে হাসি । আর অন্যটিতে স্যাটিন আউটফিটে দেখা গিয়েছে দীপিকাকে ।

ছবির ক্যাপশনে দীপিকা লেখেন, "আমাদের লক টেস্টের সময়কার ছবি...'স্মৃতি মিষ্টির বাক্সর মতো, একবার খুললে, শুধুমাত্র একটাই খেয়ে কেউ রেখে দিতে পারবে না' নেয়না তলোয়ার"।

এই ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । দীপিকা ও রণবীরের অনস্ক্রিন কেমিস্ট্রির কথা উঠে আসে তাঁদের কমেন্টের মধ্যে দিয়ে ।

ছবিটি পরিচালনা করেছিলেন অয়ন মুখার্জি । দীপিকা ও রণবীর ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আদিত্য রয় কাপুর ও কালকি কেঁকলা । বন্ধুত্ব ও সম্পর্ককে নিয়ে তৈরি এই ছবি ভালোই ব্যবসা করেছিলে বক্স অফিসে ।

তবে শুধু দীপিকাই নন, ছবি মুক্তির সাত বছর পুর্তি উপলক্ষ্যে একটি পোস্ট করেন করণ জোহরও । টুইটারে ছবির মুখ্য চরিত্রদের একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ।

মুম্বই : 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'-র বানি ও নেয়নার চরিত্রে অনবদ্য হয়ে উঠেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন । তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নজর কেড়েছিল দর্শকদের । 2013-র আজকের দিনে মুক্তি পায় এই ছবি । দেখতে দেখতে কেটে গিয়েছে সাতটা বছর । তবু ছবির শুটিংয়ের দিনগুলোর স্মৃতি এখনও তাজা দীপিকার মনে ।

ছবি মুক্তির সাত বছর পুর্তি উপলক্ষ্যে আজ সকালে ইনস্টাগ্রামে 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'-র স্ক্রিন টেস্টের সময়কার দুটি ছবি পোস্ট করেন দীপিকা । রণবীরের সঙ্গে তোলা সেই ছবি দুটিতে ফুটে উঠেছে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রির একটা ঝলক ।

একটি ছবিতে একটা বেঞ্চের মধ্যে বসে রয়েছে নেয়না ও বানি । তাঁদের দু'জনের মুখেই লেগে রয়েছে হাসি । আর অন্যটিতে স্যাটিন আউটফিটে দেখা গিয়েছে দীপিকাকে ।

ছবির ক্যাপশনে দীপিকা লেখেন, "আমাদের লক টেস্টের সময়কার ছবি...'স্মৃতি মিষ্টির বাক্সর মতো, একবার খুললে, শুধুমাত্র একটাই খেয়ে কেউ রেখে দিতে পারবে না' নেয়না তলোয়ার"।

এই ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । দীপিকা ও রণবীরের অনস্ক্রিন কেমিস্ট্রির কথা উঠে আসে তাঁদের কমেন্টের মধ্যে দিয়ে ।

ছবিটি পরিচালনা করেছিলেন অয়ন মুখার্জি । দীপিকা ও রণবীর ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আদিত্য রয় কাপুর ও কালকি কেঁকলা । বন্ধুত্ব ও সম্পর্ককে নিয়ে তৈরি এই ছবি ভালোই ব্যবসা করেছিলে বক্স অফিসে ।

তবে শুধু দীপিকাই নন, ছবি মুক্তির সাত বছর পুর্তি উপলক্ষ্যে একটি পোস্ট করেন করণ জোহরও । টুইটারে ছবির মুখ্য চরিত্রদের একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.