মুম্বই : তিনি স্টার, তিনি ডিভা। তবু কখনও দীপিকার মধ্যে কোনও দম্ভ দেখা যায় না। আজও পাপারাৎজ়িদের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ় দেন তিনি। কোনও বিরক্তি ছাড়াই ফ্যানেদের অনুরোধে ছবি তোলেন তিনি। তাই স্টার হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভালো মানুষ হিসেবেও সবাই দীপিকাকে ভালোবাসেন, দীপিকাকে ফলো করেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা দাঁড়াল 40 মিলিয়ন।
এই বিশেষ মুহূর্তটি সেলিব্রেট করতে দীপিকার বিশেষ উপহার তাঁর অনুরাগীদের। 40 মিলিয়ন নয়, তবে 40 জনকে নিজের লেখা নোট পাঠাচ্ছেন দীপিকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাঁর সম্প্রতি শেয়ার করা ভিডিয়োতে সেই কথাই বলেছেন তিনি।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, দীপিকা নিজের অনেকগুলো ছবির উপর কিছু একটা লিখছেন। সেই নোট ভরছেন খামে, এগিয়ে দিচ্ছেন সামনে। যেন আপনার জন্যই অপেক্ষা করে আছে সেই নোট। ক্যাপশনে দীপিকা লিখেছেন, "40 টা পার্সোনালাইজ়ড নোট আপানাদের 40 জনের জন্য। এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।" কিন্তু, তিনি কোন 40 জনকে বেছেছেন, সেটা জানাননি রণবীর-পত্নী।
- View this post on Instagram
40 personalised notes for 40 of you.Thank you for all your love!❤️ #40Million!
">
2012 সালে 'ককটেল' ছবির পর থেকে উত্থান শুরু হয়েছে দীপিকার ক্যারিয়ারগ্রাফে। 'রামলীলা', 'চেন্নাই এক্সপ্রেস', 'পিকু'-র মতো ভিন্ন স্বাদের ছবিতে তিনি যেমন সমালোচকদের প্রশংসা পেয়েছেন, তেমনই কাঁপিয়েছেন বক্স অফিস। আর পিছন ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। প্রায় দু'বছরের বিরতির পর 2020 সালে দীপিকা নিয়ে আসছেন 'ছপক'। সেই ছবিতে অভিনয়ের সঙ্গে প্রযোজনাও করেছেন তিনি।