মুম্বই : দিনকয়েক আগে থেকেই একটা জল্পনা চলছে যে লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না অভিনেত্রী দীপিকা পাডুকোন। কারণ, তিনি নাকি বিদেশি নাগরিক! কিন্তু, সেই জল্পনা উড়িয়ে দিয়েই গতকাল ভোট দিলেন অভিনেত্রী।
দীপিকা ভোট দেওয়ার ছবি শেয়ার করে লেখেন, "কোনও সন্দেহ আছে কি যে আমি কে বা আমি কোথায় থাকি ? তাই যাঁরা এই বিষয় কনফিউসড, তাঁদের বলি...দয়া করে বিভ্রান্ত হবেন না ! জয় হিন্দ। ভারতীয় হিসেবে গর্ব বোধ করি... গো ভোট।"
দীপিকার জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে। তাই দীর্ঘদিন ধরে এই জল্পনা চলছে যে দীপিকার কাছে ডেনমার্কের পাসপোর্ট আছে। তাই তিনি এই দেশে ভোট দিতে পারবেন না। তবে সেই জল্পনাকে উড়িয়ে সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে দীপিকা বলেন, "আমার কাছে ভারতের পাসপোর্ট আছে। কোথা থেকে এই সব খবর পান আপনারা!"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
দীপিকা এখন ব্যস্ত মেঘনা গুলজ়ারের আগামী ছবি 'ছপক'-এর শুটিংয়ে। ছবিতে অ্যাসিড সারভাইবারের চরিত্রে অভিনয় করবেন দীপিকা।