ETV Bharat / sitara

কোভিড পরিস্থিতিতে রাস্তায় নেমে গরিবদের দিকে সাহায্যের হাত বাড়ালেন বিবেক - মিকা - গরীবদের সাহায্যে করলেন বিবেক ওবেরয়

একেবারে রাস্তায় নেমে গরিবদের খাদ্যশস্য ও অর্থ দিয়ে সাহায্য করলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয় ও গায়ক মিকা সিং ৷

bollywood celebs covid charity
bollywood celebs covid charity
author img

By

Published : May 14, 2021, 11:54 AM IST

মুম্বই , 14 মে : করোনা পরিস্থিতিতে দেশবাসীর পাশে দাঁড়িয়েছে পুরো বলিউড ৷ এবার রাস্তায় নেমে গরিবদের খাদ্যশস্য ও অর্থ দিয়ে সাহায্য করলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয় ও গায়ক মিকা সিং ৷

করোনার দ্বিতীয় ঢেউ সজোরে আছড়ে পড়েছে ভারতে ৷ প্রতিদিন রেকর্ড ভাঙছে করোনা আক্রান্তের সংখ্যা , সেই সঙ্গে তালে তাল মিলিয়ে বৃদ্ধি পাচ্ছে খাদ্যাভাব ৷

আরও পড়ুন : ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন রজনীকান্ত

সেই অভাব মেটাতেই এবার কার্যত কোমর বেঁধে ময়দানে নামল বিবেক ওবেরয় ও গায়ক মিকা সিং ৷ মুম্বইয়ের রাস্তায় ঘুরে ঘুরে দুঃস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাঁরা ৷ বিবেক দিলেন চাল ডাল তো অন্য়দিকে , মিকা সিং টাকা দিয়ে সাহায্য করলেন দুঃস্থদের ৷

উল্লেখ্য , অমিতাভ বচ্চন , হুমা কুরেশি , অক্ষয় কুমার ও সোনু সুদের মত একাধিক বলিউড তারকারা ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই কোভিড পরিস্থিতিতে ৷

মুম্বই , 14 মে : করোনা পরিস্থিতিতে দেশবাসীর পাশে দাঁড়িয়েছে পুরো বলিউড ৷ এবার রাস্তায় নেমে গরিবদের খাদ্যশস্য ও অর্থ দিয়ে সাহায্য করলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয় ও গায়ক মিকা সিং ৷

করোনার দ্বিতীয় ঢেউ সজোরে আছড়ে পড়েছে ভারতে ৷ প্রতিদিন রেকর্ড ভাঙছে করোনা আক্রান্তের সংখ্যা , সেই সঙ্গে তালে তাল মিলিয়ে বৃদ্ধি পাচ্ছে খাদ্যাভাব ৷

আরও পড়ুন : ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন রজনীকান্ত

সেই অভাব মেটাতেই এবার কার্যত কোমর বেঁধে ময়দানে নামল বিবেক ওবেরয় ও গায়ক মিকা সিং ৷ মুম্বইয়ের রাস্তায় ঘুরে ঘুরে দুঃস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাঁরা ৷ বিবেক দিলেন চাল ডাল তো অন্য়দিকে , মিকা সিং টাকা দিয়ে সাহায্য করলেন দুঃস্থদের ৷

উল্লেখ্য , অমিতাভ বচ্চন , হুমা কুরেশি , অক্ষয় কুমার ও সোনু সুদের মত একাধিক বলিউড তারকারা ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই কোভিড পরিস্থিতিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.