মুম্বই : দ্বিতীয়বার প্লাজ়মা দান করলেন প্রযোজক করিম মোরানির মেয়ে ও অভিনেত্রী জ়োয়া । কোরোনার চিকিৎসা ও গবেষণার জন্য মুম্বইয়ের নায়ের হাসপাতালে মঙ্গলবার প্লাজ়মা দান করেন তিনি ।
মে মাসের শুরুর দিকেও ওই হাসপাতালে একবার প্লাজ়মা দান করেছিলেন জ়োয়া । এরপর মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য প্লাজ়মা দান করেন তিনি । প্রথমবার তাঁর দান করা প্লাজ়মা এক রোগীকে সুস্থ করে তুলেছিল বলে টুইট করে জানান অভিনেত্রী ।
তিনি লেখেন, "দ্বিতীয়বার প্লাজ়মা দান করছি ! গতবার আমার প্লাজ়মা এক রোগীকে ICU থেকে সুস্থ হয়ে বের হতে সাহায্য করেছিল । আশাকরি কোরোনা আক্রন্তরা সুস্থ হয়ে উঠুন । আর তাঁরাও রক্ত দান করুন । এভাবেই হয়তো কাউকে সাহায্য করতে পারবেন ।"
-
Plasma donation round 2 ! Last time it helped get a patient out of ICU , Note from my Doctor “hoping all recovered covid patients come out and donate their blood , u may be able to help someone” #NairHospital #IndiaFightsCorona #plasmatherapy pic.twitter.com/GDoJ1n25te
— Zoa Morani (@zoamorani) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Plasma donation round 2 ! Last time it helped get a patient out of ICU , Note from my Doctor “hoping all recovered covid patients come out and donate their blood , u may be able to help someone” #NairHospital #IndiaFightsCorona #plasmatherapy pic.twitter.com/GDoJ1n25te
— Zoa Morani (@zoamorani) May 26, 2020Plasma donation round 2 ! Last time it helped get a patient out of ICU , Note from my Doctor “hoping all recovered covid patients come out and donate their blood , u may be able to help someone” #NairHospital #IndiaFightsCorona #plasmatherapy pic.twitter.com/GDoJ1n25te
— Zoa Morani (@zoamorani) May 26, 2020
15 মার্চ রাজস্থান থেকে ফিরে বাড়িতে কোয়ারানটিনে ছিলেন জ়োয়া । এর 12 দিনের মাথায় হঠাৎ তাঁর শরীরের কোরোনার উপসর্গ দেখা যায় । তখনই পরীক্ষা করা হয় তাঁকে । কিন্তু, রিপোর্ট নেগেটিভ আসে । তার কয়েকদিন পর ফের পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন । হাসপাতাল থেকে বাড়ি ফিরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদও জানান ।