ETV Bharat / sitara

অসহায়দের হাতে মাস্ক তুলে দিলেন নামাশি-আমরিন - Amrin distribute masks

অসহায়দের হাতে মাস্ক তুলে দেওয়ার সময় সামাজিক দূরত্বও বজায় রাখেন তাঁরা । পাশাপাশি সবাইকে সতর্কতা মেনে চলার অনুরোধও করেন । এদিকে প্রায় প্রতিটা দেশেই এখন মাস্কের যথেষ্ট চাহিদা রয়েছে । যার জেরে অনেক জায়গাতেই দোকানে পাওয়া যাচ্ছে না মাস্ক । তাই সবাইকে বাড়িতেই মাস্ক তৈরির পরামর্শ দেন তাঁরা ।

োে্
োে্
author img

By

Published : Jun 21, 2020, 8:05 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যে একে অপরকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন বলিউডের একাধিক তারকা । আর এবার কোরোনা পরিস্থিতির মধ্যে অসহায় মানুষদের হাতে মাস্ক তুলে দিলেন নামাশি চক্রবর্তী ও আমরিন কুরেশি ।

অসহায়দের হাতে মাস্ক তুলে দেওয়ার সময় সামাজিক দূরত্বও বজায় রাখেন তাঁরা । পাশাপাশি সবাইকে সতর্কতা মেনে চলার অনুরোধও করেন । এদিকে প্রায় প্রতিটা দেশেই এখন মাস্কের যথেষ্ট চাহিদা রয়েছে । যার জেরে অনেক জায়গাতেই দোকানে পাওয়া যাচ্ছে না মাস্ক । তাই সবাইকে বাড়িতেই মাস্ক তৈরির পরামর্শ দেন তাঁরা ।

মিঠুন পুত্র নামাশি বলেন, "ছোটোথেকেই পরিবারের সবাইকে অসহায়দের সাহায্য করতে দেখেছি । আমিও সেটা মেনে চলার চেষ্টা করি । মাস্ক বিতরণের সময় মন থেকে খুব ভালো লাগছিল ।"

এ প্রসঙ্গে আমরিন বলেন, "মাস্ক বিতরণের সময় খুবই ভালো লাগছিল । একটা অ্যরকম অনুভূতি হচ্ছিল ।"

'ব্যাড বয়' ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন নামাশি । সেখানে আমরিনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । ছবি নিয়ে খুবই আনন্দিত নামাশি । তিনি বলেছিলেন, "এই ছবির মাধ্যমেই আমার স্বপ্ন পূরণ হল । এটা একটা কমার্শিয়াল সিনেমা । সাজিদ ভাই ও রাজজি আমাকে খুব সাহায্য করেছেন । শুটিংয়ের প্রতিটা মুহূর্তই আমি আনন্দ করে করেছি ।" ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন সাজিদ কুরেশি, ধাভাল জয়ন্তীলাল গাদা ও অক্ষয় জয়ন্তীলাল গাদা ।

মুম্বই : লকডাউনের মধ্যে একে অপরকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন বলিউডের একাধিক তারকা । আর এবার কোরোনা পরিস্থিতির মধ্যে অসহায় মানুষদের হাতে মাস্ক তুলে দিলেন নামাশি চক্রবর্তী ও আমরিন কুরেশি ।

অসহায়দের হাতে মাস্ক তুলে দেওয়ার সময় সামাজিক দূরত্বও বজায় রাখেন তাঁরা । পাশাপাশি সবাইকে সতর্কতা মেনে চলার অনুরোধও করেন । এদিকে প্রায় প্রতিটা দেশেই এখন মাস্কের যথেষ্ট চাহিদা রয়েছে । যার জেরে অনেক জায়গাতেই দোকানে পাওয়া যাচ্ছে না মাস্ক । তাই সবাইকে বাড়িতেই মাস্ক তৈরির পরামর্শ দেন তাঁরা ।

মিঠুন পুত্র নামাশি বলেন, "ছোটোথেকেই পরিবারের সবাইকে অসহায়দের সাহায্য করতে দেখেছি । আমিও সেটা মেনে চলার চেষ্টা করি । মাস্ক বিতরণের সময় মন থেকে খুব ভালো লাগছিল ।"

এ প্রসঙ্গে আমরিন বলেন, "মাস্ক বিতরণের সময় খুবই ভালো লাগছিল । একটা অ্যরকম অনুভূতি হচ্ছিল ।"

'ব্যাড বয়' ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন নামাশি । সেখানে আমরিনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । ছবি নিয়ে খুবই আনন্দিত নামাশি । তিনি বলেছিলেন, "এই ছবির মাধ্যমেই আমার স্বপ্ন পূরণ হল । এটা একটা কমার্শিয়াল সিনেমা । সাজিদ ভাই ও রাজজি আমাকে খুব সাহায্য করেছেন । শুটিংয়ের প্রতিটা মুহূর্তই আমি আনন্দ করে করেছি ।" ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন সাজিদ কুরেশি, ধাভাল জয়ন্তীলাল গাদা ও অক্ষয় জয়ন্তীলাল গাদা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.