ETV Bharat / sitara

রণবীর-দীপিকা যখন মিকি ও মিনি মাউস - Deepika Turn Into Minnie Mouse

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রণবীর । সেখানে মিকি মাউসের রূপে রণবীর ও মিনি মাউসের রূপে দেখা গিয়েছে দীপিকাকে ।

sdf
sdf
author img

By

Published : Apr 9, 2020, 10:21 AM IST

মুম্বই : কখনও রণবীর । আবার কখনও দীপিকা । কোয়ারেন্টাইনের দিনগুলোতে একে অপরকে প্রকাশ্যেই টিজ় করে চলেছেন দু'জনে । যদিও তা নেহাত মজা করেই । এবার ইনস্টাগ্রামে রণবীর যে স্কেচটি পোস্ট করেছেন, সেখানে দু'জনেই রয়েছেন । তবে একটু বদলে গিয়েছেন । রণবীর হয়ে গিয়েছেন মিকি মাউস আর দীপিকা মিনি মাউস ।

তবে ছবিতে মিকি ও মিনি রূপে দেখা গেলেও তাঁদের হাতে রয়েছে রান্নাঘরের সামগ্রী । সঙ্গে রণবীর লেখেন, "পেট হয়েই হৃদয়ে যেতে হয় ।"

প্রেমটা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বনশালির 'গোলিয়োঁ কি রাসলীলা : রাম লীলা' সিনেমার সেট থেকে । সেখান থেকেই একে অপরকে ডেট করতে শুরু করেন । এরপর 2018 সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা । বিয়ের পর থেকেই সোশাল মিডিয়ায় একে অপরকে টিজ় করতে শুরু করেন এই তারকা দম্পতি । কখনও কোনও ছবির মাধ্যমে । আবার কখনও একে অপরের পোস্ট করা ছবিতে কমেন্ট করে । কোরোনা আতঙ্কের জেরে এখন আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা । কিন্তু, সেখানেও চালিয়ে যাচ্ছেন একে অপরকে টিজ় করার কাজ ।

কখনও ঘুমন্ত রণবীরের কপালে দীপিকা সেঁটে দিচ্ছেন হাজ়ব্যান্ড লেখা স্টিকার । আবার কখনও দীপিকার নিউটেলা খাওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন রণবীর । এভাবেই হাসি মজায় কেটে যাচ্ছে তাঁদের কোয়ারেন্টাইনের দিনগুলি ।

কাজের দিক থেকে শেষবার মেঘনা গুলজ়ারের 'ছপাক' ছবিতে দেখা গিয়েছিল দীপিকাকে । সেখানে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । এছাড়া সঞ্জয়লীলা বনশালির 'মহাভারত'-এ দ্রৌপদীর চরিত্রে দেখা যাবে তাঁকে । এর পাশাপাশি রণবীর সিংয়ের সঙ্গে '83' ছবিতে অভিনয় করেছেন তিনি । সেখানে কপিল দেবের চরিত্রে দেখা গিয়েছে রণবীরকে । আর কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে দীপিকা । 10 এপ্রিল পাওয়ার কথা সিনেমাটি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে আপাতত পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখ ।

মুম্বই : কখনও রণবীর । আবার কখনও দীপিকা । কোয়ারেন্টাইনের দিনগুলোতে একে অপরকে প্রকাশ্যেই টিজ় করে চলেছেন দু'জনে । যদিও তা নেহাত মজা করেই । এবার ইনস্টাগ্রামে রণবীর যে স্কেচটি পোস্ট করেছেন, সেখানে দু'জনেই রয়েছেন । তবে একটু বদলে গিয়েছেন । রণবীর হয়ে গিয়েছেন মিকি মাউস আর দীপিকা মিনি মাউস ।

তবে ছবিতে মিকি ও মিনি রূপে দেখা গেলেও তাঁদের হাতে রয়েছে রান্নাঘরের সামগ্রী । সঙ্গে রণবীর লেখেন, "পেট হয়েই হৃদয়ে যেতে হয় ।"

প্রেমটা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বনশালির 'গোলিয়োঁ কি রাসলীলা : রাম লীলা' সিনেমার সেট থেকে । সেখান থেকেই একে অপরকে ডেট করতে শুরু করেন । এরপর 2018 সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা । বিয়ের পর থেকেই সোশাল মিডিয়ায় একে অপরকে টিজ় করতে শুরু করেন এই তারকা দম্পতি । কখনও কোনও ছবির মাধ্যমে । আবার কখনও একে অপরের পোস্ট করা ছবিতে কমেন্ট করে । কোরোনা আতঙ্কের জেরে এখন আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা । কিন্তু, সেখানেও চালিয়ে যাচ্ছেন একে অপরকে টিজ় করার কাজ ।

কখনও ঘুমন্ত রণবীরের কপালে দীপিকা সেঁটে দিচ্ছেন হাজ়ব্যান্ড লেখা স্টিকার । আবার কখনও দীপিকার নিউটেলা খাওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন রণবীর । এভাবেই হাসি মজায় কেটে যাচ্ছে তাঁদের কোয়ারেন্টাইনের দিনগুলি ।

কাজের দিক থেকে শেষবার মেঘনা গুলজ়ারের 'ছপাক' ছবিতে দেখা গিয়েছিল দীপিকাকে । সেখানে একজন অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । এছাড়া সঞ্জয়লীলা বনশালির 'মহাভারত'-এ দ্রৌপদীর চরিত্রে দেখা যাবে তাঁকে । এর পাশাপাশি রণবীর সিংয়ের সঙ্গে '83' ছবিতে অভিনয় করেছেন তিনি । সেখানে কপিল দেবের চরিত্রে দেখা গিয়েছে রণবীরকে । আর কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে দীপিকা । 10 এপ্রিল পাওয়ার কথা সিনেমাটি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে আপাতত পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.