ETV Bharat / sitara

প্রথম দিনে কত উপার্জন করল 'ছপাক' ?

প্রথম দিনে বক্স অফিসে 4.77 কোটি টাকা উপার্জন করল 'ছপাক' । ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের সৌজন্যে জানা যাচ্ছে এই খবর ।

Chhapaak Box Office collection
Chhapaak Box Office collection
author img

By

Published : Jan 11, 2020, 5:01 PM IST

মুম্বই : 'ছপাক'-কে নিয়ে বিতর্কের শেষ নেই । দেশের বিভিন্ন প্রান্তে এই ছবি ব্যান করার জন্য চলছে বিরোধীতা । তার কারণ, দীপিকার JNU যাত্রা । কিন্তু, তা সত্ত্বেও বক্স অফিসে 4.77 কোটা টাকা উপার্জন করতে সক্ষম হল ছবিটি ।

তরণ আদর্শ লিখেছেন, "প্রথম দিনে অর্ডিনারি 'ছপাক' । কিছু কিছু হাই-এন্ড মাল্টিপ্লেক্সে ভালো উপার্জন করেছে ছবিটি । তবে বেশিরভাগ শহরে মার্কের থেকে কম উপার্জন করেছে ছবিটি । শনিবার ও রবিবারের উপার্জনটা খুব ক্রুশিয়াল একটা ভদ্রস্থ উইকেন্ড কালেকশনের জন্য । শুক্রবার 4.77 কোটি টাকা উপার্জন ।"

  • #Chhapaak is ordinary on Day 1... Collects well at select high-end multiplexes... Biz at Tier-2 and 3 cities and also mass circuits is way below the mark... Growth on Day 2 and 3 crucial for a respectable weekend total... Fri ₹ 4.77 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) January 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে তৈরি এই ছবি বেশ ভালো রিভিউ পেয়েছে দর্শক ও সমালোচকদের থেকে । এখনও অবধি যারা ছবিটি দেখেছেন, তাদের প্রত্যেকেরই বক্তব্য় ছবিটি এক দৃঢ় বক্তব্য পেশ করেছে জোরদার স্ক্রিপ্ট ও স্টোরিটেলিংয়ের মোড়কে । ছবির মূল সম্পদ অবশ্যই দীপিকা ও বিক্রান্তের অভিনয়, দাবী দর্শকের ।

দীপিকা এই ছবিতে শুধুমাত্র অভিনেত্রী নন, অন্যতম প্রযোজকও বটে । এটিই তাঁর প্রথম প্রযোজনা । ফলে এটি অভিনেত্রীর ক্যারিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ।

মুম্বই : 'ছপাক'-কে নিয়ে বিতর্কের শেষ নেই । দেশের বিভিন্ন প্রান্তে এই ছবি ব্যান করার জন্য চলছে বিরোধীতা । তার কারণ, দীপিকার JNU যাত্রা । কিন্তু, তা সত্ত্বেও বক্স অফিসে 4.77 কোটা টাকা উপার্জন করতে সক্ষম হল ছবিটি ।

তরণ আদর্শ লিখেছেন, "প্রথম দিনে অর্ডিনারি 'ছপাক' । কিছু কিছু হাই-এন্ড মাল্টিপ্লেক্সে ভালো উপার্জন করেছে ছবিটি । তবে বেশিরভাগ শহরে মার্কের থেকে কম উপার্জন করেছে ছবিটি । শনিবার ও রবিবারের উপার্জনটা খুব ক্রুশিয়াল একটা ভদ্রস্থ উইকেন্ড কালেকশনের জন্য । শুক্রবার 4.77 কোটি টাকা উপার্জন ।"

  • #Chhapaak is ordinary on Day 1... Collects well at select high-end multiplexes... Biz at Tier-2 and 3 cities and also mass circuits is way below the mark... Growth on Day 2 and 3 crucial for a respectable weekend total... Fri ₹ 4.77 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) January 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে তৈরি এই ছবি বেশ ভালো রিভিউ পেয়েছে দর্শক ও সমালোচকদের থেকে । এখনও অবধি যারা ছবিটি দেখেছেন, তাদের প্রত্যেকেরই বক্তব্য় ছবিটি এক দৃঢ় বক্তব্য পেশ করেছে জোরদার স্ক্রিপ্ট ও স্টোরিটেলিংয়ের মোড়কে । ছবির মূল সম্পদ অবশ্যই দীপিকা ও বিক্রান্তের অভিনয়, দাবী দর্শকের ।

দীপিকা এই ছবিতে শুধুমাত্র অভিনেত্রী নন, অন্যতম প্রযোজকও বটে । এটিই তাঁর প্রথম প্রযোজনা । ফলে এটি অভিনেত্রীর ক্যারিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ।

Intro:Body:

প্রথম দিনে কত উপার্জন করল 'ছপাক' ?



প্রথম দিনে বক্স অফিসে 4.77 কোটি টাকা উপার্জন করল 'ছপাক' । ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের সৌজন্যে জানা যাচ্ছে এই খবর ।



মুম্বই : 'ছপাক'-কে নিয়ে বিতর্কের শেষ নেই । দেশের বিভিন্ন প্রান্তে এই ছবি ব্যান করার জন্য চলছে বিরোধীতা । তার কারণ, দীপিকার JNU যাত্রা । কিন্তু, তা সত্ত্বেও বক্স অফিসে 4.77 কোটা টাকা উপার্জন করতে সক্ষম হল ছবিটি ।



তরণ আদর্শ লিখেছেন, "প্রথম দিনে অর্ডিনারি 'ছপাক' । কিছু কিছু হাই-এন্ড মাল্টিপ্লেক্সে ভালো উপার্জন করেছে ছবিটি । তবে বেশিরভাগ শহরে মার্কের থেকে কম উপার্জন করেছে ছবিটি । শনিবার ও রবিবারের উপার্জনটা খুব ক্রুশিয়াল একটা ভদ্রস্থ উইকেন্ড কালেকশনের জন্য । শুক্রবার 4.77 কোটি টাকা উপার্জন ।"



লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে তৈরি এই ছবি বেশ ভালো রিভিউ পেয়েছে দর্শক ও সমালোচকদের থেকে । এখনও অবধি যারা ছবিটি দেখেছেন, তাদের প্রত্যেকেরই বক্তব্য় ছবিটি এক দৃঢ় বক্তব্য পেশ করেছে জোরদার স্ক্রিপ্ট ও স্টোরিটেলিংয়ের মোড়কে । ছবির মূল সম্পদ অবশ্যই দীপিকা ও বিক্রান্তের অভিনয়, দাবী দর্শকের ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.